বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ম্যাচে জেমকন খুলনার বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে বৃদ্ধাঙ্গুলে চোট পেয়েছিলেন গাজী গ্রুপ চট্টগ্রামের ব্যাটসম্যান মমিনুল হক। স্ক্যানের রিপোর্টে মমিনুলের আঙুলে ফ্র্যাকচার দেখা দেওয়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন তিনি।
বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মমিনুল হককে আঙুলে এখন অস্ত্রোপচার করাতে হবে। তবে কোথায় সেই অস্ত্রোপচার করা হবে তা নিয়ে দেখা দিয়েছে জটিলতা। করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী ভ্রমণের জটিলতা থাকা এ শঙ্কট তৈরি হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর বলেছেন, ‘ইনজুরি থেকে সুস্থ হতে হলে তাকে (মমিনুল হক) অস্ত্রোপচার করাতে হবে। তবে তার অস্ত্রোপচার কোথায় করা হবে তা আমি বলতে পারি না।’
তিনি বলেন, ‘এ মুহূর্তে বিদেশে কাউকে অস্ত্রোপচারের জন্য পাঠানো সহজ নয়। ভিসা এবং কোয়ারেন্টাইনের বিষয় রয়েছে। আমরা এ মুহূর্তে এটি নিয়ে আলোচনা করছি।’
এর আগে গাজী গ্রুপ চট্টগ্রামের ফিজিও মোহাম্মদ এনামুল হক বলেছিলেন, এ ধরনের ফ্র্যাকচার থেকে সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। ফলে এবারের আসরে মমিনুলের আর খেলা হবে না।
এদিকে জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের মমিনুলের প্রথম থেকে খেলা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। তবে এখনই টেস্ট সিরিজের তার খেলার সম্ভাবনা নিয়ে কিছু বলতে চান না দেবাশীষ।
তিনি বলেন, ‘এই মুহূর্তে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ থেকে ছিটকে গেছে মমিনুল। তবে টেস্ট সিরিজ খেলার সম্ভাবনা নিয়ে মন্তব্য করা ঠিক সময় নয়।’
চলমান আসরের প্রথম দু’ম্যাচে বেক্সিমকো ঢাকার বিপক্ষে ৩ বলে ৮ এবং দ্বিতীয় ম্যাচে জেমকন খুলনার বিপক্ষে ৭ বলে ৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মমিনুুল।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]