ওয়ার্নারকে নিয়ে টেস্টেও শঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২০ এএম, ০১ ডিসেম্বর ২০২০
ওয়ার্নারকে নিয়ে টেস্টেও শঙ্কা

ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের বাকি এক ম্যাচ এবং টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়া ডেভিড ওয়ার্নার। রোববার (২৯ নভেম্বর) সিডনিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানযেতে ফিল্ডিং করতে গিয়ে চোট কুঁচকিতে চোট পেয়েছেন তিনি। এ অবস্থায় প্রথম টেস্টেও তাকে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে।

সিডনিতে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে চোট পাওয়ার অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড থেকে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া প্যাট কামিন্সকেও সাদা বলের বাকি সিরিজ থেকে তুলে নেওয়া হয়েছে।

এক দিনের সিরিজ পকেটে পোরার পর অস্ট্রেলিয়ার এখন লক্ষ্য টেস্ট সিরিজ। সেই কারণেই কামিন্সকে তুলে নেওয়ার সিদ্ধান্ত। কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেন, ‌‘টেস্ট সিরিজে আমাদের টিমের দু’জন গুরুত্বপূর্ণ ক্রিকেটার প্যাট এবং ডেভিড। ডেভিডকে চোটের জন্য পুনর্বাসনে পাঠানো হয়েছে। এ গরমে মানসিক এবং শারীরিকভাবে তরতাজা রাখার জন্য প্যাটকেও তুলে নেওয়ার হলো।
sportsmail24
ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, প্রথম টেস্টের আগে ওয়ার্নারকে ফিটনেস পরীক্ষা দিতে হবে। এছাড়া ওয়ার্নারের জায়গায় দলে ডি’আর্চি শর্টকে নেওয়া হলেও কামিন্সের পরিবর্তে এখনও কোন ক্রিকেটারের নাম জানানো হয়নি।

এদিকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ২টি জিতে ইতোমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ২ ডিসেম্বর ক্যানবেরায় তৃতীয় ও সিরিজের শেষ এক দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ৪ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আর প্রথম টেস্ট মাঠে গড়াবে ১৭ ডিসেম্বর।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়ার রেকর্ড রানে ভারতের হার

অস্ট্রেলিয়ার রেকর্ড রানে ভারতের হার

কোহলিদের বিপক্ষে রেকর্ড ভেঙে রেকর্ড গড়ছে অস্ট্রেলিয়া

কোহলিদের বিপক্ষে রেকর্ড ভেঙে রেকর্ড গড়ছে অস্ট্রেলিয়া

গোল করে ম্যারাডোনাকে স্মরণ মেসির, বার্সার গোল উৎসব

গোল করে ম্যারাডোনাকে স্মরণ মেসির, বার্সার গোল উৎসব

ফিলিপসের রেকর্ড সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের সিরিজ জয়

ফিলিপসের রেকর্ড সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের সিরিজ জয়