টার্গেট নিয়ে খেলবে চট্টগ্রাম, ব্যাটিংয়ে সাকিব-মাহমুদউল্লাহরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০৮ এএম, ২৯ নভেম্বর ২০২০
টার্গেট নিয়ে খেলবে চট্টগ্রাম, ব্যাটিংয়ে সাকিব-মাহমুদউল্লাহরা

ফাইল ফটো

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে পরে ব্যাট করে জয় পেয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। এবার দ্বিতীয় ম্যাচেও একই পথে হাঁটলো চট্টগ্রামের দলনেতা মোহাম্মদ মিঠুন। টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফলে টস হেরে প্রথমে ব্যাট করছে জেমকন খুলনা।

দাপুটে জয় দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করেছে চট্টগ্রাম। আর প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচে হারের স্বাদ পেয়েছে খুলনা। অর্থাৎ টুর্নামেন্টে আজকের ম্যাচটি জেমকন খুলনার তৃতীয় এবং গাজী গ্রুপ চট্টগ্রামের দ্বিতীয় ম্যাচ। তবে উভয় দলের একটি করে জয় থাকায় তাদের প্রধান লক্ষ্য নিজেদের দ্বিতীয় জয়।

নিজেদের প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকার বিপক্ষে উড়ন্ত জয়ের স্বাদ নিয়েছে চট্টগ্রাম। বোলারদের নৈপুণ্যে ঢাকাকে ৮৮ রানে অলআউট করে চট্টগ্রাম। জবাবে লিটন দাস ও সৌম্যর ব্যাটিং দৃঢ়তায় ৫৫ বল বাকি রেখে জয় তুলে নেয় চট্টগ্রাম। লিটন ৩৪ রানে আউট হন। তবে ৪৪ রানে অপরাজিত থেকে চট্টগ্রামের জয় নিশ্চিত করেন সৌম্য।

এদিকে দুই ম্যাচে ১ জয় ও ১ হারে দলের খেলোয়াড়দের কাছ থেকে আরও ভালো পারফরমেন্স চান খুলনার কোচ মিজানুর রহমান। বলেছেন, ‘আমাদের দলে অনেক বেশি অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। দুই-তিনজন অনভিজ্ঞ। বোলিংয়ের দিকটা সবচেয়ে বেশি অভিজ্ঞ। মাত্র প্রথম দু’টা ম্যাচ হয়েছে। আশা করি বাকি ম্যাচগুলোতে সবাই ভালো করবে।’

গাজী গ্রুপ চট্টগ্রামের নেতৃত্বে রয়েছেন মোহাম্মদ মিঠুন এবং জেমকন খুলনার দায়িত্বে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

জেমকন খুলনা একাদশ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, এনামুল হক বিজয়, শামীম হোসেন পাটোয়ারি, ইমরুল কায়েস, জহিরুল ইসলাম, আরিফুল হক, আল-আমিন হোসেন, মো. শহিদুল ইসলাম, হাসান মাহমুদ ও মোহাম্মদ রিশাদ হোসাইন।

গাজী গ্রুপ চট্টগ্রাম একাদশ
মোহাম্মদ মিঠুন (অধিনায়ক),লিটন দাস, মমিনুল হক, শামসুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, জিয়াউর রহমান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম ও নাহিদুল ইসলাম।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ঢাকাকে লজ্জায় ডুবিয়ে চট্টগ্রামের শুভ সূচনা

ঢাকাকে লজ্জায় ডুবিয়ে চট্টগ্রামের শুভ সূচনা

মুশফিক-সাব্বিরদের ব্যর্থতায় বিচলিত নন নাঈম শেখ

মুশফিক-সাব্বিরদের ব্যর্থতায় বিচলিত নন নাঈম শেখ

আরিফুলের ব্যাটে বরিশালকে হারালো সাকিবরা

আরিফুলের ব্যাটে বরিশালকে হারালো সাকিবরা

ঢাকাকে হারিয়ে রাজশাহীর শুভ সূচনা

ঢাকাকে হারিয়ে রাজশাহীর শুভ সূচনা