রাজশাহীর হ্যাটট্টিক জয়, নাকি বরিশালের প্রথম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০০ এএম, ২৯ নভেম্বর ২০২০
রাজশাহীর হ্যাটট্টিক জয়, নাকি বরিশালের প্রথম

টানা দুই জয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। এবার তাদের লক্ষ্য হ্যাটট্টিক জয়ের স্বাদ। সেই লক্ষ্যে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামছে রাজশাহী। একই ম্যাচে প্রতিপক্ষ ফরচুন বরিশালের লক্ষ্য জয়ে ফেরা। নিজেদের প্রথম ম্যাচে জেমকন খুলনার কাছে হেরে গেছে বরিশাল।

আজ শনিবার (২৭ নভেম্বর) দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচ মুখোমুখি হবে মিনিস্টার গ্রুপ রাজশাহী ও ফরচুন বরিশাল।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বেক্সিমকো ঢাকার মুখোমুখি হয়েছিল রাজশাহী। মেহেদী হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে ৯ উইকেটে ১৬৯ রানের বড় সংগ্রহই পায় তারা। সাত নম্বরে নামা মেহেদী ৩২ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় ৫০ রান করেন।

জবাবে শেষ দিকে মুক্তার আলীর ঝড়ো ব্যাটিংয়ে জয়ের কাছে পৌঁছে গিয়েছিল ঢাকা। ১৯তম ওভারে তিনটি ছক্কা মেরে জয়ের সমীকরণ ৯ রানে নামিয়ে আনেন মুক্তার। তবে শেষ ওভারে মেহেদীর বুদ্ধিদীপ্ত বোলিংয়ে ৯ রান তুলতে পারেননি তিনি। ওই ওভার থেকে ঢাকা মাত্র ৬ রান পাওয়ায় ২ রানে জয় পায় রাজশাহী।

প্রথম জয়ের পর আত্মবিশ্বাসী হয়ে ওঠে রাজশাহীর খেলোয়াড়রা। ফলে পরের ম্যাচেও জেমকন খুলনাকে সহজেই হারায় রাজশাহী। খুলনার ছুঁড়ে দেওয়া ১৪৭ রানের টার্গেট ১৬ বল বাকি রেখেই জয়ের স্বাদ পায় রাজশাহী। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩৪ বলে ৫৫ ও মোহাম্মদ আশরাফুল অপরাজিত ২৫ ও রনি তালুকদার ২৬ রান করেন। ৬ উইকেটে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠে রাজশাহী।

এবার রাজশাহীর সামনে হ্যাটট্টিক জয়ের লক্ষ্য। জয়ের হ্যাটট্রিক করতে চানও রাজশাহীর স্পিনার আরাফাত সানি। বলেন, ‘যেহেতু দুইটা ম্যাচ জিতেছি, পরের ম্যাচে আমাদের অবশ্যই লক্ষ্য থাকবে জয় পাওয়ার। আমাদের জায়গা থেকে নিজ নিজ সেক্টরে সেরাটা দেওয়ার চেষ্টা করবো, ইনশা আল্লাহ।’

অন্যদিকে জয় দিয়ে টুর্নামেন্টের শুরুটা করতে পারতো তামিম ইকবালের বরিশাল। তবে দুভার্গ্য সঙ্গী ছিল তামিমের দলের। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৫২ রান করে বরিশাল। পরে ব্যাটসম্যানদের ব্যর্থতায় হারের মুখে পড়ে খুলনা। শেষ ওভারে ২২ রান প্রয়োজন পড়ে খুলনার। এতে জয় দেখছিল বরিশাল।

শেষ ওভারে চার ছক্কা মেরে বরিশালকে জয় বঞ্চিত করেন আরিফুল হক। ২টি চার ও ৪টি ছক্কায় ৩৪ বলে অপরাজিত ৪৮ রান করেন খুলনার আরিফুল। জয়ের কাছে গিয়ে তরী ডুবায় হতাশ বরিশাল। তবে এবারের ম্যাচে ঘুড়ে দাঁড়িয়ে প্রথম জয়ের স্বাদ পেতে মরিয়া বরিশাল।

রাজশাহীর স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, কাজি নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, ইবাদত হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, রনি তালুকদার, আনিসুল ইমন, রেজাউল রহমান, জাকের আলী অনিক, রাকিবুল হাসান (সিনিয়র), মুকিদুল ইসলাম মুগ্ধ ও সানজামুল ইসলাম।

ফরচুন বরিশাল স্কোয়াড
তামিম ইকবাল (অধিনায়ক), আফিফ হোসেন , তাসকিন আহমেদ, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ চৌধুরী রাহি, তৌহিদ হৃদয়, তানভির ইসলাম, সুমন খান, মোহাম্মদ সাইফউদ্দিন, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল আকন, মোহাম্মদ পারভেজ হোসাইন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম ও সোহরাওয়ার্দী শুভ।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ঢাকাকে লজ্জায় ডুবিয়ে চট্টগ্রামের শুভ সূচনা

ঢাকাকে লজ্জায় ডুবিয়ে চট্টগ্রামের শুভ সূচনা

মুশফিক-সাব্বিরদের ব্যর্থতায় বিচলিত নন নাঈম শেখ

মুশফিক-সাব্বিরদের ব্যর্থতায় বিচলিত নন নাঈম শেখ

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সূচি প্রকাশ

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সূচি প্রকাশ

জাতীয় দলের স্বপ্ন দেখছেন বাইরে থাকা ক্রিকেটাররা

জাতীয় দলের স্বপ্ন দেখছেন বাইরে থাকা ক্রিকেটাররা