ষষ্ঠবারের মতো আয়োজিত কর্পোরেট টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের স্পন্সর হলো ওয়ালটন গ্রুপ। টিকে স্পোর্টস ম্যানেজমেন্টের এ আয়োজনে টুর্নামেন্টে এবার ১৬টি দল অংশগ্রহণ করছে। মিরপুরের সিটি ক্লাব মাঠে টুর্নামেন্ট শুরু হবে ৪ ডিসেম্বর।
টুর্নামেন্টের মোট ৩৪টি ম্যাচ হবে। টিকে স্পোর্টস ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া দুইটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ দেখানো হবে দেশের প্রথম ও একমাত্র স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস চ্যানেলে।
বুধবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে টুর্নামেন্টের লোগো, জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক উদয় হাকিম।
এছাড়া জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ভিডিও কলের মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং উদ্বোধন ঘোষণা করেন।
অংশগ্রহণকারী ১৬ দলকে স্বাগত জানিয়ে উদয় হাকিম বলেন, যেখানে ক্রিকেট সেখানেই ওয়ালটন গ্রুপ। দেশে বা দেশের বাইরে হোক বাংলাদেশ ক্রিকেট দলের সবকটি সিরিজে ওয়ালটন গ্রুপ পৃষ্ঠপোষকতা করে আসছে। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু ওয়ালটন। আমরা কর্পোরেট টুর্নামেন্টগুলোতেও পৃষ্ঠপোষকতা করি। সেই ধারাবাহিকতায় এবার টিকে স্পোর্টস ম্যানেজমেন্ট আয়োজিত ১৬ দলের কর্পোরেট টুর্নামেন্টে ওয়ালটন গ্রুপ টাইটেল স্পন্সর হয়েছে।
৪ ডিসেম্বর প্রতিযোগিতার উদ্বোধনের পর প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। সাপ্তাহিক ছুটির দিনে ম্যাচগুলো আয়োজন করা হবে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]