টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীর কাছে হেরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে যাত্রা শুরু করেছিল বেক্সিমকো ঢাকা। প্রথম ম্যাচে ভুল শুধরে দ্বিতীয় ম্যাচে জয়ের প্রত্যাশা ছিল অধিনায়ক মুশফিকুর রহিমের। তবে উল্টো লজ্জা ডুবলো তারা। গাজী গ্রুপ চট্টগ্রামের কাছে ৯ উইকেটের ব্যবধানে হেরে গেছে ঢাকা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) টুর্নামেন্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে চরম ব্যর্থতার পরিচয় দেয় ঢাকার ব্যাটসম্যানরা। চট্টগ্রামের বোলারদের তোপের মুখে পড়ে ১৬.২ ওভারেই ৮৮ রানে অলআউট হয়ে যান মুশফিক-সাব্বিররা।
৮৯ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ১০.৫ ওভারেই জয়ে বন্দরে পৌঁছে যায় গাজী গ্রুপ চট্টগ্রাম। টুর্নামেন্টে চট্টগ্রামের এটি প্রথম ম্যাচ। বিপরীতে নিজেদের দুই ম্যাচের হারের স্বাদ পেলে ঢাকা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট হাতে নেমে ২১ রানেই ৩ উইকেট হারায় ঢাকা। ওপেনার তানজীদ হাসান ২, তিন নম্বরে নামা সাব্বির রহমান-অধিনায়ক মুশফিকুর রহিম শূন্য হাতে সাজঘরে ফিরেন।
শুরুর ধাক্কাটা সামলে উঠার চেষ্টা করেন আরেক ওপেনার মোহাম্মদ নাইম ও আকবর আলী। চতুর্থ উইকেটে ৪৪ রানের জুটি গড়েন তারা। দলীয় ৬৫ রানে আকবরকে বিদায় দিয়ে জুটি ভাঙেন চট্টগ্রামের স্পিনার মোসাদ্দেক হোসেন। ১৫ রান করেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর।চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আকবরের বিদায়ের পর ধস নামে ঢাকার ইনিংসে। ৬৫ থেকে ৮৮ রানেই অলআউট হয়ে যায় তারা। শেষ দিকে মাত্র ২৩ রানে ৭ উইকেট হারায় ঢাকা। তখনও ইনিংসে বাকি ছিল ২২ বল। এক প্রান্ত আগলে দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন নাইম। ২৩ বলে ৩টি করে চার ও ছক্কা মারেন তিনি। অন্যদিকে চট্টগ্রামের শরিফুল-মোস্তাফিজুর-মোসাদ্দেক-তাইজুল ২টি করে উইকেট নেন।
৮৯ রানের সহজ লক্ষ্য স্পর্শ করার কাজটা আরও সহজ করে ফেলেন চট্টগ্রামের দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার। ৫৮ বলে ৭৯ রানের জুটি গড়েন তারা। ঢাকার স্পিনার নাসুমের বলে বোল্ড হওয়ার আগে ৩৪ রান করেন লিটন। ৩৩ বলে ৩টি চার ও ১টি ছক্কায় নিজের ইনিংস সাজান এ ওপেনার।
এরপর মমিনুল হককে নিয়ে ৫৫ বল বাকি রেখেই চট্টগ্রামের জয় নিশ্চিত করেন সৌম্য। ২৯ বলে ৪টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৪৪ রান করেন সৌম্য। ৩ বলে ২টি চারে ৮ রানে অপরাজিত ছিলেন মমিনুল। ম্যাচ সেরা হয়েছেন গাজী গ্রুপ চট্টগ্রামের মোসাদ্দেক।
সংক্ষিপ্ত স্কোর
বেক্সিমকো ঢাকা : ৮৮/১০, ১৬.২ ওভার (নাইম ৪০, আকবর ১৫, মোসাদ্দেক ২/৯)
গাজী গ্রুপ চট্টগ্রাম : ৯০/১, ১০.৫ ওভার (সৌম্য ৪৪*, লিটন ৩৪, নাসুম ১/৫)।
ফল : গাজী গ্রুপ চট্টগ্রাম ৯ উইকেটে জয়ী
ম্যাচ সেরা : মোসাদ্দেক হোসেন (গাজী গ্রুপ চট্টগ্রাম)।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]