সাকিব-রিয়াদের ব্যর্থতায় আরিফুলের ব্যাটেই খুলনার পুঁজি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৩ এএম, ২৭ নভেম্বর ২০২০
সাকিব-রিয়াদের ব্যর্থতায় আরিফুলের ব্যাটেই খুলনার পুঁজি

নিজেদের প্রথম ম্যাচে হারতে বসা জেমকন খুলনা আরিফুল হকের বীরত্বে শেষ ওভারে জয়ের দেখা পেয়েছিল। সেই ম্যাচে সাকিব-ইমরুল-মাহমুদউল্লাহ ব্যর্থতার পর আজকেও তারা হতাশ করেন। তবে দলের বিপর্যয়ে হাল ধরলেন সেই আরিফুলই। দলকে পৌঁছে দিলেন লড়াকু সংগ্রহে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দিনের প্রথম ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে ২০ ওভারে৬ উইকেটে ১৪৬ রানে সংগ্রহ গড়েছে জেমকন খুলনা। ব্যাট হাতে ছয় নম্বরে নেমে ৩১ বলে অপরাজিত ৪১ রান করেছেন আরিফুল হক। তাকে সঙ্গ দিয়ে ২৫ বলে ৩৫ রান করেছেন তরুণ ক্রিকেটার শামীম।

টস জিতে ব্যাট করতে নেমে খুলনা শুরুতেই ইমরুল কায়েসকে হারায় খুলনা। ইনিংসের দ্বিতীয় ওভারে মেহেদি হাসানের অফ স্পিনে আবেদন থেকে বেঁচে গেলেও পরের বলেই ক্যাচ তুলে দেন তিনি। এই নিয়ে চলতি আসরের দুই ম্যাচেই রানের খাতা খোলার আগেই আউট হলেন ইমরুল কায়েস।

প্রথম ম্যাচে ন্যায় আজ ভালো করতে পারেননি সাকিব আল হাসান। ভালো শুরু করেও কাজে লাগাতে পারেননি তিনি। মুকিদুল ইসলামের বলে দুটি বাউন্ডারি পর পুল করতে গিয়ে স্কয়ার লেগে ক্যাচ তুলে দিয়ে ৯ বলে ১২ রানে বিদায় নেন তিনি।

এছাড়া টাইমিংয়ে ধুঁকতে থাকা এনামুল হক বিদায় নেন ২৪ বলে ২৬ রান করে। এরপর অধিনায়ক মাহমুদউল্লাহ ফিরেন আরাফাত সানিকে ফিরতি ক্যাচ দিয়ে। এছাড়া মুকিদলের বলে বিদায় নেন জহরুল ইসলামও। ফলে ১০ ওভারের আগেই দলীয় ৫১ রানে ৫ উইকেট হারিয়ে বসে খুলনা।

ধুঁকতে থাকা ইনিংসে কিছুটা হাল ধরেন শামীম হোসেন পাটোয়ারি। ইতিবাচক মানসিকতায় খেলে দলকে খানিকটা চাপ মুক্ত করার চেষ্টা করেন তিনি। ৩ চার ও ২ ছক্কায় ৩৫ রানে সেও বিদায় নেয়। যাওয়া আগে আরিফুলের সঙ্গে ৩৯ বলে ৪৯ রানের জুটি গড়েন তিনি।

দলের যখন বাজে অবস্থা তখন ধৈর্য ধরে ছিলেন আরিফুল হক। দলের বাজে অবস্থায় ১৬ বলে রান করে মাত্র ৯। তবে গত ম্যাচে মেহেদি মিরাজকে পর পর ছক্কা হাকানো আরিফুলের ব্যাটে রানে দেখা পাওয়া যায়। মুকিদুলেরে এক ওভারে মারেন দুটি ছক্কা। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৩১ বলে ৪১ রান করেন তিনি। তার এ ইনিংসে ২টি চারের মারের পাশাপাশি ৩টি ছক্কার মার ছিল।

এছাড়া শামীম হোসেন ৩৫ রানে ফিরে গেলে শেষ দিকে শহিদুল ইসলামের ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ ১৭ রান। ১২ বল মোকাবেলা করে ৩ চারে অপরাজিত থেকে এ রান করেন তিনি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :