নিউজিল্যান্ডে সফরে যাওয়া পাকিস্তান ক্রিকেট দলের ৬ সদস্যের শরীরে কোভিড-১৯ ভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নরভম্বর) করোনা পরীক্ষা করা হলে ৬ পাকিস্তানি ক্রিকেটারের কোভিয-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) বলছে, নিউজিল্যান্ড পৌঁছানো পর প্রথম দিনেই করোনা প্রোটোকল ভেঙেছেন পাকিস্তানি ক্রিকেটাররা। তাদের জন্য যে জৈব বলয় তৈরি করা হয়েছে তা বেশ কিছু ক্রিকেটার মানেননি।
নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) বিমানবন্দরে পাকিস্তান দলের খেলোয়াড় ও কর্মকর্তাসহ মোট ৫৩ জনের পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেই পরীক্ষায় ৬ জনের শরীরে কোভিড-১৯ পজিটিভ ফল পাওয়া গেছে।
এনজেডসি বিবৃতিতে আরও বলা হয়, মোট ছয়টি পজিটিভের মধ্যে দুটি আগের এবং চারটি নতুন আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করা গেছে।
বিবৃতিতে পাকিস্তানের স্কোয়াডে থাকা ৬ জনের করোনা পজিটিভের কথা বলা হলেও তাদের নাম প্রকাশ করেনি নিউজিল্যান্ড। তবে দল থেকে তাদের আলাদা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে সোমবার (২৩ নভেম্বর) দেশ ছাড়ার আগে পাকিস্তানি ক্রিকেটারদের চারবার করোনা পরীক্ষা করা হয়েছে। প্রত্যেক পরীক্ষায় নেগেটিভ আসাদের নিয়েই সফরে গেছে পাকিস্তান।
এছাড়া শেষ মুহূর্তে স্কোয়াড থাকা ওপেনার ফখর জামানের শরীরে জ্বরসহ করোনাভাইরাসের উপসর্গ থাকায় তাকে রেখেই নিউজিল্যান্ড সফরে গেছে পাকিস্তান ক্রিকেট দল।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]