ক্রিকেটের তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে সফরে আসার আগে ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের প্রতিনিধি দল। ঢাকার কোভিড-১৯ ব্যবস্থা পরিচালনা ও সুরক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে দুই সদস্যের প্রতিনিধি দল শুক্রবার (২৮ নভেম্বর) ঢাকায় পৌঁছাবে।
নতুন বছরের জানুয়ারিতে তিনটি করে টেস্ট ও ওয়ানডে এবং দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। তবে কোভিড-১৯-এর কারণে সফরটি সংক্ষিপ্ত করতে একটি টেস্ট কমতে পারে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের দুই সদস্যের প্রতিনিধি শুক্রবার ( ২৮ নভেম্বর) ঢাকায় আসবেন। একজন তাদের মেডিকেল বিভাগের ও অন্যজন তাদের নিরাপত্তা বিভাগের। ঢাকা ও চট্টগ্রামের ভেন্যু পরিদর্শন করবেন তারা। সকল ব্যবস্থা দেখার পর নিজেদের বোর্ডকে রিপোর্ট প্রদান করবেন।’
বিসিবি ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে কোভিড-১৯ নিয়ে বিস্তৃত পরিকল্পনা পাঠিয়েছে। দেশে আন্তর্জাতিক ক্রিকেট পুনরায় শুরু করতে প্রথম পদক্ষেপ বিসিবির। যদিও বায়ো-সুরক্ষা পরিবেশ বেশ আগেই দেশের মাটিয়ে ঘরোয়া ক্রিকেট ফিরিয়েছে বাংলাদেশ।
এছাড়া আইসিসির সদস্য ও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের মেডিকেল প্যানেলের ডিরেক্টর ডা. অক্ষয় মানসিং এবং নিরাপক্তা ও সুরক্ষা ম্যনেজার পল স্লোউইর আলাদা-আলাদাভাবে ৩ ডিসেম্বরের মধ্যে ঢাকায় আসার কথা রয়েছে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]