জয় পেতে মাহমুদউল্লাহ-সাকিবদের টার্গেট ১৫৩

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২০ এএম, ২৫ নভেম্বর ২০২০
জয় পেতে মাহমুদউল্লাহ-সাকিবদের টার্গেট ১৫৩

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট কাপের দ্বিতীয় ম্যাচে মাহমুদউল্লাহ-সাকিবের জেমকন খুলনার বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৫২ রান করেছে তামিম ইকবালের ফরচুন বরিশাল। খুলনার শহিদুল ৪ উইকেটি নিয়েছেন। ফলে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে জয় পেতে মাহমুদউল্লাহ-সাকিবদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৫৩ রানের।

এ ম্যাচ দিয়ে ৪০৮ দিন পর আবারও ক্রিকেটে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচে খুলনার বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং করতে নামে খুলনা।

ব্যাট হাতে নেমে ইনিংসের প্রথম বলেই মেহেদী হাসান মিরাজকে হারায় বরিশাল। পেসার শফিউল ইসলামের বলে আউট হন মিরাজ। অধিনায়ক তামিম ১৫ ও আফিফ হোসেন ২ রানে বিদায় নেন। ফলে ৪৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বরিশাল।

এক প্রান্ত আগলে রানের চাকা সচল রাখেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী খেলোয়াড় পারভেজ হোসেন ইমন। তবে হাফ-সেঞ্চুরি তুলে বিদায় নেন তিনি। ৩টি চার ও ৪টি ছক্কায় ৪২ বলে ৫১ রান করেন যুব বিশ্বকাপের ফাইনালে ৪৭ রান করা ইমন।

ইমন ফিরে যাওয়ার পর দলকে লড়াই করার মতো পুঁজি এনে দেন তৌহিদ হৃদয়-ইরফান শুক্কুর-মাহিদুল ইসলাম অঙ্কন ও তাসকিন আহমেদ। হৃদয় ২৭, অঙ্কন ২১, তাসকিন ৫ বলে অপরাজিত ১২ ও শুক্কুর ১১ রান করেন। ফলে ১৫২ রানের সংগ্রহ পায় বরিশাল।

খুলনার শহিদুল ৪ ওভারে ১৭ রানে ৪ উইকেট নেন। সাকিব ৩ ওভারে ১৮ রানে ১ উইকেট শিকার করেন। সাকিবের শিকার হন ২ রান করা আফিফ।

সংক্ষিপ্ত স্কোর
ফরচুন বরিশাল : ১৫২/৯, ২০ ওভার (ইমন ৫১, হৃদয় ২৭, শহিদুল ৪/১৭)।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ঢাকাকে হারিয়ে রাজশাহীর শুভ সূচনা

ঢাকাকে হারিয়ে রাজশাহীর শুভ সূচনা

সাকিবকে নিয়ে প্রতিপক্ষ অধিনায়কদের মুখেও আশার বাণী

সাকিবকে নিয়ে প্রতিপক্ষ অধিনায়কদের মুখেও আশার বাণী

জাতীয় দলের স্বপ্ন দেখছেন বাইরে থাকা ক্রিকেটাররা

জাতীয় দলের স্বপ্ন দেখছেন বাইরে থাকা ক্রিকেটাররা

বঙ্গবন্ধু কাপে নিজের পরিকল্পনা কাজে লাগাতে চান বিপ্লব

বঙ্গবন্ধু কাপে নিজের পরিকল্পনা কাজে লাগাতে চান বিপ্লব