বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বেক্সিমকো ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম। ফলে টস হেরে প্রথমে ব্যাট করছে শান্তর মিনিস্টার গ্রুপ রাজশাহী।
এ ম্যাচের মাধ্যমে পর্দা উঠলো পাঁচ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের। মিরপুরে আবারও শুরু হলো ক্রিকেট উন্মাদনা। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোমুখি হবে জেমকন খুলনা ও ফরচুন বরিশাল। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টে মোট পাঁচটি ধল অংশগ্রহণ করছে। দলেগুলো হলো- দলগুলো হলো- বেক্সিমকো ঢাকা, জেমকন খুলনা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, গাজী গ্রুপ চট্টগ্রাম এবং ফরচুন বরিশাল।
বিসিবির ধারাবাহিক উদ্যোগের অংশও এ টুর্নামেন্টটি। মার্চে করোনার কারণে দেশের ক্রিকেট কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পর দেশের ক্রিকেটকে পুনরায় শুরু করতেই বিসিবির এমন পরিকল্পনা। বিসিবি আশা করছে, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দেশে আন্তর্জাতিক ক্রিকেটকে ফিরিয়ে আনতে মূখ্য ভূমিকা পালন করবে।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হওয়া দু’দলই জয়ের আশা করছে। ম্যাচের আগের দিন ঢাকা অধিনায়ক মুশফিক বলেস, ‘আশা করছি বেক্সিমকো ঢাকা ভালো কিছু দিয়ে টুর্নামেন্টে শুরু করতে পারবে এবং একইভাবে শেষও করতে পারবে। আমাদের প্রথম লক্ষ্য শীর্ষ চারে জায়গা করে নেওয়া এবং অবশ্যই আমরা শিরোপা জিততে খেলবো।’
মুশফিকের মতো রাজশাহীর শান্ত একই কথা। দল নিয়ে রাজশাহীর অধিনায়ক উড়ন্ত সূচনার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী। শান্ত বলেন, ‘আমাদের দলে অনেক তরুণ খেলোয়াড় রয়েছে। দলের সমন্বয় ভালো। আমার মনে হয় না, খুব বেশি সমস্যা হবে।’
বেক্সিমকো ঢাকা একাদশ
মুশফিকুর রহিম (অধিনায়ক), রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, মোহাম্মদ নাঈম শেখ, নাঈম হাসান, আকবর আলি, ইয়াসির আলী রাব্বি, সাব্বির রহমান, মেহেদী হাসান রানা ও মুক্তার আলী।
মিনিস্টার গ্রুপ রাজশাহী একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মোহাম্মদ আশরাফুল , ফরহাদ রেজা, আরাফাত সানি, ফজলে মাহমুদ রাব্বি, কাজি নুরুল হাসান সোহান, রনি তালুকদার, শেখ মেহেদী হাসান, ইবাদত হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ ও আনিসুল ইমন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]