কোহলির ব্যাট হাসলেই মুছে যাবে টেন্ডুলকার-পন্টিংয়ের নাম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪০ এএম, ২৪ নভেম্বর ২০২০
কোহলির ব্যাট হাসলেই মুছে যাবে টেন্ডুলকার-পন্টিংয়ের নাম

ওয়ানডে সিরিজ দিয়ে শুক্রবার (২৭ নভেম্বর) অস্ট্রেলিয়া সফরে মাঠে নামছে ভারতীয় ক্রিকেট দল। তিন ম্যাচের এ ওয়ানডে সিরিজে বেশক’টি রেকর্ড গড়ার সুযোগ রয়েছে ভারতের অধিনায়ক বিরাট কোহলির। অস্ট্রেলিয়া সফরে কোহলির ব্যাট হাসলেই রেকর্ড বই থেকে মুছে যাবে টেন্ডুলকার-পন্টিংয়ের নাম।

এখন পর্যন্ত ২৩৯ ইনিংসে কোহলির রান ১১ হাজার ৮৬৭। ১২ হাজার রানের ক্লাবে প্রবেশ করতে কোহলির প্রয়োজন ১৩৩ রান।তিন ম্যাচে ১৩৩ রান করতে পারলেই দ্রুত ১২ হাজার রান স্পর্শের বিশ্বরেকর্ড গড়বেন কোহলি। যেখানে বর্তমানে এ রেকর্ডের মালিক মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। ৩০০ ইনিংসে ১২ হাজার রান ক্লাবের সদস্য হয়েছেন তিনি।

তিন ম্যাচের সিরিজে একটি সেঞ্চুরি করলেও টেন্ডুলকারকে স্পর্শ করবেন কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭০টি ইনিংসে ৯টি সেঞ্চুরি করেছেন টেন্ডুলকার। কোহলির আছে ৮টি, তাও আবার মাত্র ৩৮ ইনিংসে। সেখানে সিরিজে দু’টি সেঞ্চুরি করলে টেন্ডুলকারকে টপকে যাবেন ভারতের বর্তমান দলনেতা।

এছাড়া অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রিকি পন্টিংকে টপকে বিশ্বরেকর্ড গড়ার সুযোগ আছে কোহলির। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে অধিনায়ক হিসেবে পন্টিংয়ের করেছেন ৪১টি সেঞ্চুরি। সমান ৪১টি সেঞ্চুরি রয়েছে কোহলিরও। ফলে সিরিজে মাত্র একটি সেঞ্চুরি করলেই ক্রিকেটের ইতিহাসে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি শতকের মালিক হবেন কোহলি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

‌‘কোহলিকে ছাড়া চাপে থাকবে ভারত’

‌‘কোহলিকে ছাড়া চাপে থাকবে ভারত’

স্ত্রীর পাশে থাকতে টেস্ট সিরিজ খেলবেন না কোহলি

স্ত্রীর পাশে থাকতে টেস্ট সিরিজ খেলবেন না কোহলি

স্মিথ-ওয়ার্নার থাকলেও অস্ট্রেলিয়াকে ভয় পাচ্ছে না ভারত

স্মিথ-ওয়ার্নার থাকলেও অস্ট্রেলিয়াকে ভয় পাচ্ছে না ভারত

শচীন-শাস্ত্রী আমাকে বদলে দিয়েছে : কোহলি

শচীন-শাস্ত্রী আমাকে বদলে দিয়েছে : কোহলি