বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ক্রিকেট টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হয়েছে দেশের শীর্ষ স্থানীয় ইলেক্টনিক্স ও অটোমোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। যার ফলে টুর্নামেন্টের আনুষ্ঠানিক নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ স্পন্সর বাই ওয়ালটন’।
স্থানীয় ক্রিকেটারদের নিয়ে প্রথমবারের মতো বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টটি আয়োজন করা হচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে টুর্নামেন্টটির আয়োজন করা হচ্ছে।
টুর্নামেন্টের স্পন্সর বিষয়ে রোববার (২২ নভেম্বর) কে-স্পোর্টস ও ওয়ালটনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিতে হয়েছে। ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক উদয় হাকিম এবং কে স্পোর্টসের পরিচালক আশফাক আহমেদ নিজ নিজ প্রতিষ্টানের হয়ে চুক্তিপত্রে সই করেন। এ সময় ওয়ালটনের পরিচালক ফিরোজ আলম ও ফ্রাস্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর মিল্টন আহমেদ উপস্থিত ছিলেন।
উদয় হাকিম বলেন, ‘করোনা মহামারির কারণে আমরা কঠিন সময় পার করছি। করোনার এ ভীতিকে কাটিয়ে ফের মাঠে ফিরতে যাচ্ছে ক্রিকেট। ব্যাট-বলের এ লড়াই দেখার জন্য মুখিয়ে আছে দেশের হাজার হাজার ক্রিকেট অনুরাগী। দীর্ঘ বিরতির পর ক্রিকেটাররাও মাঠে ফেরার জন্য প্রস্তুত।’
তিনি আরও বলেন, ‘এমন এক পরিস্থিতিতে মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এ জমকালো আয়োজনের সঙ্গে থাকতে পেরে ওয়ালটন গ্রুপ গর্বিত। আশা করছি এ ইভেন্টের মাধ্যমে অনুপ্রাণীত হবে হাজার হাজার দর্শক, ক্রিকেট অনুরাগী, খেলোয়াড় এবং ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্টরা।’
টুর্নামেন্টে পাঁচটি দল অংশগ্রহণ করবে। দলগুলো হলো-বেক্সিমকো ঢাকা, গাজী গ্রুপ চট্টগ্রাম, ফরচুন বরিশাল, মিনিস্টার গ্রুপ রাজশাহী ও জেমকন খুলনা। দলগুলোর হয়ে টুর্নামেন্টে ব্যাটবলের লড়াইয়ে নামবেন দেশ সেরা ৮০ জন ক্রিকেটার।
মঙ্গলবার (২৪ নভেম্বর) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এ টুর্নামেন্ট। শেষ হবে ১৮ ডিসেম্বর। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন ও নতুন চ্যানেল টি স্পোর্টস।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]