ইনজুরি ও সমালোচনা নিয়ে মুখ খুললেন রোহিত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১২ এএম, ২৩ নভেম্বর ২০২০
ইনজুরি ও সমালোচনা নিয়ে মুখ খুললেন রোহিত

ফাইল ফটো

ভারতের ওপেনার রোহিত শর্মার ইনজুরি নিয়ে জলঘোলা এখনও চলছে। ফলে বাধ্য হয়ে এবার নিজের ইনজুরি নিয়ে মুখ খুললেন রোহিত। জানালেন, বড় ফরম্যাটে খেলার জন্য নিজেকে তৈরি করছেন। এছাড়া লোকজন কী নিয়ে কথা বলছে, সেটিও বুঝতে পারছেন না।

রোহিতের ভাষায়, ‘লোকজন কী নিয়ে কথা বলছে, তা বুঝতে পারছি না আমি। তবে আমি পরিষ্কার বলতে চাই, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছি। এখন আগের চেয়ে সুস্থ আছি। বড় ফরম্যাটে খেলার জন্য নিজেকে তৈরি করছি।’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলাকালীন হামস্ট্রিং ইনজুরিতে পড়েন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত। ফলে অস্ট্রেলিয়ার সফরের জন্য ঘোষিত দলে সুযোগ হয়নি তার। তবে আইপিএলের শেষদিকে কয়েকটি ম্যাচ খেলে দলে সুযোগের দাবি জোড়দার করেন রোহিত। শেষ পর্যন্ত টেস্ট দলে নাম ওঠে রোহিতের।

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি আগেই জানিয়েছিলেন, সুস্থ হয়ে উঠলে অবশ্যই অস্ট্রেলিয়া সফরে যাবেন রোহিত। তবে রোহিতকে নিয়ে সমালোচনায় মেতে উঠেন তার সমালোচকরা। বিসিসিআইর সাথে তার সর্ম্পকে দেয়ালও দেখতে শুরু করেন অনেকে। তবে এসব দেখে বিভ্রান্তিতে পড়ে যান রোহিত। ফলে বাধ্য হয়ে নিজের বর্তমান অবস্থার কথা জানালেন রোহিত।

তিনি বলেন, ‘এখন সবকিছুই ঠিকঠাক আছে। শারীরিক শক্তি বাড়ানোর কাজ শুরু করেছি। অস্ট্রেলিয়া সিরিজে আমি টেস্ট দলে আছি। তাই বড় ফরম্যাটে নামার আগে আমি মানসিকভাবে শক্ত হতে নিজেকে তৈরি করছি। এ জন্যই জাতীয় ক্রিকেট একাডেমিতে আছি।’

নিজেকে পুরোপুরিভাবে সুস্থ করে তুলতে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে স্ট্রেংথ ও কন্ডিশনিং নিয়ে পরিশ্রম করছেন রোহিত। নিজের ইচ্ছাতেই অস্ট্রেলিয়া সফরে সীমিত ওভারের ক্রিকেটে খেলতে চাননি এবারের আইপিএলে চ্যাম্পিয়ন মুম্বাইয়ের অধিনায়ক রোহিত।

তিনি বলেন, ‘আমার হ্যামস্ট্রিং নিয়ে আরও কিছু কাজ করা বাকি। এ জন্য জন্য অস্ট্রেলিয়ায় সীমিত ওভারের ক্রিকেটে খেলতে চাইনি। কারণ, সেখানে ১১ দিনে ৬টি ম্যাচ খেলতে হতো। আমি ভেবেছিলাম ২৫ দিনের জন্য পরিশ্রম পাব। তাই সবকিছু ভেবে, টেস্ট খেলার সিদ্বান্ত নিয়েছি। আমার কাছে এটাই সহজ সিদ্ধান্ত ছিল। জানি না অন্যদের কাছে, কেন এটা খুব জটিল মনে হচ্ছে।’

ইনজুরি পুরোপুরি ঠিক না হলেও অস্ট্রেলিয়া সফরে খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন পাঁচবার মুম্বাইকে চ্যাম্পিয়ন করা অধিনায়ক রোহিত। আর সেটি দলকেও জানিয়েছিলেন তিনি। বলেন, ‘হ্যামস্ট্রিং চোটের মাত্রা প্রতিদিন পরিবর্তন হচ্ছিল, উন্নতি করছিলাম। তাই আমি আত্মবিশ্বাসী ছিলাম খেলার ব্যাপারে।’

সমালোচকদের নিয়ে ক্ষোভও ঝড়েছে রোহিতের কণ্ঠে। বলেন, ‘এক্স, ওয়াই বা জেড কী বললো, অস্ট্রেলিয়ায় আমার খেলতে পারা নিয়ে তা ভেবে সময় নষ্ট করতে চাই না। চোট লাগার পরের দুই দিন ধরে নিজেকে ভেবেছিলাম, আগামী ১০ দিনে আমার কী করণীয়। এরপর নিজের লক্ষ্য স্থির করি এবং কাজ শুরু করি।’

১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হবে চার ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট খেললেও স্ত্রীর পাশে থাকতে বাকি তিন টেস্ট খেলবেন না নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়ায় গোলাপি বলের টেস্ট চ্যালেঞ্জিং হবে : রোহিত

অস্ট্রেলিয়ায় গোলাপি বলের টেস্ট চ্যালেঞ্জিং হবে : রোহিত

মুম্বাইয়ের হাতে আইপিএলের পঞ্চম শিরোপা

মুম্বাইয়ের হাতে আইপিএলের পঞ্চম শিরোপা

খেলরত্ন অ্যাওয়ার্ডে ভূষিত হলেন রোহিত শর্মা

খেলরত্ন অ্যাওয়ার্ডে ভূষিত হলেন রোহিত শর্মা

ক্রিকেট একাডেমি খুলছেন রোহিত শর্মাও

ক্রিকেট একাডেমি খুলছেন রোহিত শর্মাও