বাবাকে হারিয়েও দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় থেকে গেলেন সিরাজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৪ এএম, ২৩ নভেম্বর ২০২০
বাবাকে হারিয়েও দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় থেকে গেলেন সিরাজ

অস্ট্রেলিয়া সফরে কোয়ারেন্টাইনে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। সেই দলে আছেন পেসার মোহাম্মদ সিরাজ। এ অবস্থায় দেশে বাবাকে হারানোর খবর পেলেন সিরাজ। ৫৩ বছর বয়সে মারা গেছেন সিরাজের বাবা মোহাম্মদ গাউস।

দীর্ঘদিন ধরে ফুসফুসের রোগে ভুগছিলেন সিরাজের বাবা। করোনায় কোয়ারেন্টাইন নিয়মের কারণে বাবার দাফনেও যোগ দিতে পারবেন না সিরাজ। তাই দলের সাথে অস্ট্রেলিয়াতেই রয়ে গেছেন সিরাজ।

সিডনিতে গত শুক্রবার অনুশীলনের পর তার বাবার মৃত্যুর খবর সিরাজকে জানান ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী ও অধিনায়ক বিরাট কোহলি। অস্ট্রেলিয়ায় কোয়ারেন্টাইনে রয়েছে ভারত দল। কোয়ারেন্টাইন থেকে বেরিয়ে দেশে ফিরে আবার অস্ট্রেলিয়া ফেরা কঠিন। তাই বাবাকে শেষ দেখতে পারলেন না না সিরাজ।
sportsmail24
বাবার মৃত্যু সংবাদের পর সিরাজ বলেছেন, ‘বাবার ইচ্ছা ছিল তার ছেলে যেন দেশের জন্য কিছু করে। অবশ্যই আমি তা করার চেষ্টা করবো। বাবার মৃত্যুর খবর আমার কাছে বড় ধাক্কা। জীবনের সবচেয়ে বড় সাপোর্ট হারালাম। দেশের হয়ে আমি খেলছি, এ স্বপ্ন দেখতেন বাবা। আমি খুশি যে, বাবার স্বপ্ন সফল করে, তাকে খুশি করতে পেরেছি।’

সিরাজ আরও বলেন, ‘কোচ শাস্ত্রী স্যর ও ক্যাপ্টেন কোহলি আমাকে এ খবর জানিয়ে তারা আমাকে শক্ত হতে বলেন।’

ভারতীয় ক্রিকেটে এর আগে এমন ঘটনা আরও একবার ঘটেছে। ইংল্যান্ডে ১৯৯৯ সালের বিশ্বকাপ চলাকালীন বাবাকে হারান ক্রিকেট কিংবদন্তি শচীন টিন্ডুলকার। তবে সে সময় তিনি দেশে ফিরে গিয়েছিলেন। শেষকৃত্য সম্পন্ন করে আবারও যোগ দিয়েছিলেন ভারতীয় দলের সঙ্গে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

অধিনায়কত্বের চাপ মিডিয়ায় বানানো : তামিম

অধিনায়কত্বের চাপ মিডিয়ায় বানানো : তামিম

২০ নারী ক্রিকেটারের তালিকায় মুর্শিদা

২০ নারী ক্রিকেটারের তালিকায় মুর্শিদা

‌‘কোহলিকে ছাড়া চাপে থাকবে ভারত’

‌‘কোহলিকে ছাড়া চাপে থাকবে ভারত’

অঘোষিত সোনা নিয়ে বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের শিকার ক্রুনাল

অঘোষিত সোনা নিয়ে বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের শিকার ক্রুনাল