অধিনায়কত্বের চাপ মিডিয়ায় বানানো : তামিম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪০ এএম, ২২ নভেম্বর ২০২০
অধিনায়কত্বের চাপ মিডিয়ায় বানানো : তামিম

ছবি : বিসিবি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ফরম্যাটে অধিনায়কত্বের দায়িত্ব পেলেও এখন পর্যন্ত নেতৃত্ব দেওয়ার সুযোগ হয়নি তামিম ইকবালের। তবে অধিনায়কত্ব নিয়ে কাটাছেড়া বা চুলচেরা বিশ্লেষণ চলছেই। এর মাঝে লঙ্কান সফরে অনানুষ্ঠানিক অধিনায়কত্বে হোয়াইটওয়াশ এবং প্রেসিডেন্ট’স কাপে ফাইনালে খেলতে না পারায় সেই প্রশ্ন আবারও তোলা হলো।

প্রেসিডেন্ট’স কাপের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে তামিম ইকবালের কাধে পড়েছে ফরচুন বরিশালের নেতৃত্ব। শনিবার (২১ নভেম্বর) মিরপুরে ফরচুন বরিশালের হয়ে প্র্যাকটিসে পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তামিম। সেখানে অধিনায়কত্বের চাপ প্রসঙ্গ উঠতেই বিরক্ত বোধ করলেন তামিম। সরাসরি বলেই দিলেন, ‘এটা (অধিনায়কত্বের চাপ) মিডিয়ায় বানানো।’

তামিম ইকবাল বলেন, ‘অধিনায়কত্বের চাপ… আমি তো এখনো পর্যন্ত ওই রকম কোনো চাপের ম্যাচই খেলিনি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট হতে হবে তো, অধিনায়কত্বের চাপ এটা আসলে আপনাদের (সাংবাদিকদের) বানানো। আমি এখনো কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলিনি।’

তিনি বলেন, ‘আমি যে দিন অধিনায়কত্ব পেয়েছি, ওই দিনই বলেছি যে, আপনারা বিচার করবেন ছয় মাস বা এক বছর পর। পৃথিবীর যত বড় অথবা ছোট নেতাই হোক, দুই ম্যাচ-তিন ম্যাচ পর আপনারা (সাংবাদিকরা) শুরু করে দেন ক্যাপ্টেন্সির চাপ... এটা শুধু আমার ব্যাপার নয়, যে কারো ক্ষেত্রেই।’

টাইগার অধিনায়ক বলেন, ‘একটা বাচ্চা হাঁটতে কিন্তু ৯ মাস সময় নেয়… এক দিনে না হাঁটলে তো আপনি বলতে পারেন না যে, সে হাঁটতে পারে না, সময় লাগবেই। অধিনায়কত্ব আমার খেলায় কতটা প্রভাব ফেলছে, সেটা অন্তত ২০ ম্যাচ পর বিচার করবেন, কিংবা ১০-১৫ ম্যাচ পর। দুই-তিন ম্যাচ পর সেটা করতে পারেন না।’

নেতৃত্ব নিয়ে কোনো সমস্যা নেই বলেও জানান তামিম। বলেন, ‘আমার কোনো সমস্যা হয় না ভাই, ওটা নিয়ে এতো চিন্তাও করি না। নেতৃত্ব নিয়ে অনেকবারই বলেছি, এটা এমন নয় যে, ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছি। কখনোই স্বপ্ন দেখিনি দেশের অধিনায়ক হওয়ার। বরং সুযোগটা এসেছে আমার কাছে। চেষ্টা করবো ভালোভাবে করতে।’

তামিম বলেন, ‘ভালো হবে বা খারাপ, সেটা সময়ই বলবে। অধিনায়ক আমি হই বা পরে যে হোক, কিংবা আগে যে ছিল। ভালো বা সফল অধিনায়ক হতে হলে অনেক সময় দিতে হবে। এক সিরিজ বা দুই সিরিজে আপনি যদি মনে করেন কাজ হচ্ছে না, এটা আসলে কারো জন্য ভালো নয়। শুধু নিজের দেখে বলছি না। আমার জন্য, দলের জন্য, দেশের জন্য, কারো জন্যই ভালো নয়। কিছু সময় দিতেই হবে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

তামিমকে পেয়ে খুশি ফরচুন বরিশাল, দেবেন নেতৃত্ব

তামিমকে পেয়ে খুশি ফরচুন বরিশাল, দেবেন নেতৃত্ব

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পাঁচ ‘আইকন’ চার দলে

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পাঁচ ‘আইকন’ চার দলে

আমরা ফাইনালে খেলার যোগ্যতা রাখি না : তামিম

আমরা ফাইনালে খেলার যোগ্যতা রাখি না : তামিম

সাকিবের জন্য বিসিবির বিশেষ নিরাপত্তা

সাকিবের জন্য বিসিবির বিশেষ নিরাপত্তা