আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে ক্রিকেটারদের বয়স বেঁধে দিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি। নতুন নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটারকে আন্তর্জাতিক ম্যাচ খেলতে হলে নূন্যতম বয়স ১৫ হতে হবে। এ নিয়ম শুধুমাত্র জাতীয় দলে নয়, অনূর্ধ্ব-১৯ পর্যায়েও প্রযোজ্য হবে। তবে বিশেষ ব্যবস্থারও দরজা খোলা রেখেছে আইসিসি।
খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে আইসিসি এমন সিদ্ধান্ত নিয়েছে। কৈশোরে ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেটের চাপ সামলাতে পারেন কি-না, তা অনেকদিন ধরেই আলোচনার মধ্যে ছিল। তবে এবার আইসিসি নির্ধারণ করে দিলো জাতীয় বা যুব দলই হোক না কেন, ক্রিকেটারের নূন্যতম বয়স ১৫ হতে হবে।
আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, এ নিয়ম পুরুষ ও নারী ক্রিকেট উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তবে সদস্য দেশগুলো এ নিয়মের বিশেষ ছাড় পেতে পাবে। সে ক্ষেত্রেও অবশ্য আইসিসি ক্ষমতা হাতে রেখে দিয়েছে।
হাসান রাজা, টেস্টে সর্বকনিষ্ট অভিষেক হওয়া ক্রিকেটার, ছবি : টুইটার
বিশেষ কোন পরিস্থিতিতে ১৫ বছরের নীচে কোন ক্রিকেটারকে খেলানো প্রয়োজন হলে সংশ্লিষ্ট দেশকে আইসিসির কাছে আবেদন করতে হবে। আইসিসি সেই ক্রিকেটারের অভিজ্ঞতা ও মানসিক দিক বিবেচনা করে সঠিক মনে করলে অনুমোদন দেবে।
এদিকে এ নিয়মে পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান হাসান রাজার রেকর্ড ‘অমর’ হতে পারে। কারণ, ১৪ বছর ২২৭ দিন বয়সে (১৯৯৬ সাল) টেস্ট খেলা সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটার হিসেবে রেকর্ডটি তার দখলে রয়েছে। ১৫ বছরের নীচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া বাকি দু’জন হলেন- রোমানিয়ার মারিয়ান ঘেরাসিম ও কুয়েতের মিত ভাবসার।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]