গাজী গ্রুপ চট্টগ্রামের নেতৃত্বে মিঠুন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৮ পিএম, ২০ নভেম্বর ২০২০
গাজী গ্রুপ চট্টগ্রামের নেতৃত্বে মিঠুন

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনকে অধিনায়ককের দায়িত্ব দিয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। এর আগে জাতীয় দলের এ ক্রিকেটারের ক্রিকেটের কোন ফরম্যাটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা নেই।

টুর্নামেন্টের ড্রাফটে ‘এ’ গ্রেড থেকে মোস্তাফিজুর রহমানকে দলে নেয় গাজী গ্রুপ চট্টগ্রাম। তবে অধিনায়ক হিসেবে মিঠুনের উপর আস্থা রাখছে তারা। গাজী গ্রুপ চট্টগ্রামের আশা, মিথুনের নেতৃত্ব উদাহরণ হয়ে থাকবে।

গাজী গ্রুপ চট্টগ্রামের কোচ সালাউদ্দিন বলেন, দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা নেই মিঠুনের। তবে আমরা অধিনায়ক হিসেবে তার ওপর আস্থা রেখেছি। আমরা আশা করছি, তার নেতৃত্ব উদাহরণ হয়ে থাকবে।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে প্রথম দল হিসেবে অধিনায়কের নাম ঘোষণা করেছিল ফরচুন বরিশাল। তামিম ইকবালকে অধিনায়ক করেছে দলটি। এছাড়া এক বছরের নিষেধাজ্ঞা শেষে ক্রিকেটে ফেরার অপেক্ষা থাকা সাকিব আল হাসান দলে থাকার পরও মাহমুদুল্লাহ রিয়াদকে অধিনায়কত্বের ভার দিয়েছে জেমকন খুলনা।

নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক হিসেবে মনোনীত করেছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। বেক্সিমকো ঢাকা এখনো আনুষ্ঠানিকভাবে অধিনায়কের নাম ঘোষণা করেনি। তবে মুশফিকুর রহিমকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।



শেয়ার করুন :