এলপিএল থেকে এবার সরলেন গেইল-মালিঙ্গা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৫ এএম, ২০ নভেম্বর ২০২০
এলপিএল থেকে এবার সরলেন গেইল-মালিঙ্গা

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) উদ্বোধনী আসর এখনও মাঠে গড়াতে পারেনি। তার আগেই বিশ্বের নামী-দামি ক্রিকেটাররা উদ্বোধনী আসর থেকে নিজেদের সরিয়ে নিচ্ছেন। এবার সরে যাওয়ার তালিকায় নাম তুললেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা।

এলপিএল থেকে সরে যাওয়া নিয়ে মালিঙ্গা বলেছেন, ‘চলতি বছরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর আমি আর কোন ক্রিকেট খেলিনি। এছাড়া কোন অনুশীলনও করিনি। গত মাসে যখন প্লেয়ার ড্রাফট হলো, তখন ভেবেছিলাম হয়তো অন্তত তিন সপ্তাহের অনুশীলন পাওয়া যাবে। কিন্তু তা হচ্ছে না। তিনদিনের কোয়ারেন্টাইনের পর আরও কম সময়ের প্রস্তুতি। একজন পেস বোলারের জন্য এভাবে খেলাটা খুবই কঠিন। এ জন্য আমি না খেলার সিদ্ধান্ত নিয়েছি।’

গেইল ক্যান্ডি তাস্কার্সের এবং মালিঙ্গার গল গ্ল্যাডিয়েটর্স হয়ে খেলার কথা ছিল। ক্যান্ডি তাস্কার্সের হয়ে খেলার কথা ছিল ইংল্যান্ডের লিয়াম প্লাংকেট, তিনিও খেলবেন না। এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ক্যান্ডি তাস্কার্স।

গেইল-মালিঙ্গা-প্লাংকেটের মতো এলপিএলের উদ্বোধনী আসরে খেলছেন না পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদও। গল গ্ল্যাডিয়েটর্স হয়ে খেলার কথা ছিল তার। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকার কারণে অনিশ্চয়তা আছেন পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজও।

২৬ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে এলপিএলের প্রথম আসর শুরু হবে, আসরটি শেষ হবে ১৬ ডিসেম্বর। এদিকে গেইল-মালিঙ্গা সরে গেলেও এলপিএল খেলবেন বলে নিশ্চিত করেছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সরকারের সবুজ সংকেত, এক ভেন্যুতেই এলপিএল

সরকারের সবুজ সংকেত, এক ভেন্যুতেই এলপিএল

অবসর ভাঙছেন পাঠান, খেলবেন লঙ্কা লিগে

অবসর ভাঙছেন পাঠান, খেলবেন লঙ্কা লিগে

এলপিএলে বিদেশি ক্রিকেটারদের নাম প্রত্যাহারের হিড়িক

এলপিএলে বিদেশি ক্রিকেটারদের নাম প্রত্যাহারের হিড়িক

এলপিএলে গেইল-রাসেল-আফ্রিদিদের দল চূড়ান্ত

এলপিএলে গেইল-রাসেল-আফ্রিদিদের দল চূড়ান্ত