দক্ষিণ আফ্রিকা দলের তিন ক্রিকেটারকে আইসোলেশনে পাঠানো হয়েছে। করোনা পজিটিভ হওয়া একজন এবং তার সংর্স্পশে আসা আরও দু’জনকে আইসোলেশনে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। তবে তাদের নাম প্রকাশ করেনি সিএসএ।
২৭ নভেম্বর (শুক্রবার) থেকে দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করছে দক্ষিণ আফ্রিকা। ওই সিরিজের আগে কেপ টাউনে জৈব-সুরক্ষা বলয়ের ব্যবস্থা করেছে সিএসএ। জৈব-সুরক্ষা বলয়ের প্রবেশের আগে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ মিলিয়ে মোট ৫০ জনের করোনা পরীক্ষা করা হয়।
পরীক্ষার রিপোর্টে একজন ক্রিকেটারের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ফলে তাকে আইসোলেশনে পাঠানোর সাথে সিদ্ধান্ত নেয় সিএসএ। তার সংর্স্পশে আসা আরও দু’জনকেও আলাদা করে রাখা হয়েছে। এদিকে তিন ক্রিকেটার আইসোলেশনে যাওয়ায় দলে বাড়তি দু’জন ক্রিকেটারকে যোগ করছে সিএসএ।
এক বিবৃবিতে সিএসএ জানায়, ‘একজন খেলোয়াড়ের করোনা পজিটিভ আসে। তার সংর্স্পশে আসা আরও দু’জনসহ মোট তিনজনকে আইসোলেশনে পাঠানো হয়েছে। কেপ টাউনে কোভিড-১৯ প্রটোকলে আইসোলেশনে আছেন তারা। সকল খেলোয়াড় এক সাথে থাকায়, সিএসএ মেডিকেল দল খেলোয়াড়দের স্বাস্থ্যের দিকে কড়া নজর রেখেছে।’
সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। এ সিরিজ দিয়ে করোনায় দীর্ঘদিন বন্ধ থাকা ক্রিকেট নিজেদের মাঠে ফেরাচ্ছে প্রোটিয়ারা।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]