অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে বিগ ব্যাশ লিগ (বিবিএল) মাঠে গড়াচ্ছে ১০ ডিসেম্বর (বৃহস্পতিবার)। টুর্নামেন্টের এবারের আসরে একটি দল সম্প্রতি নিষেধাজ্ঞা মুক্ত সাকিব আল হাসানকে নিতে আগ্রহ দেখিয়েছিল। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নৈতিক পুলিশ বিভাগের আপত্তিতে বিগ ব্যাশে খেলা হচ্ছে না সাকিবের।
চলতি বছরের ২৯ অক্টোবর আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়েছেন সাকিব আল হাসান। ফলে বিশ্বসেরা অলরাউন্ডারের ক্রিকেট খেলতে কোন বাধা নেই। তবে বিগ ব্যাশ কিছুটা ব্যতিক্রম। সাকিবের খেলতে সমস্যা না হলেও অস্ট্রেলিয়া নৈতিক পুলিশের আপত্তি রয়েছে।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে জানানো হয়েছে, বিগ ব্যাশে সাকিবকে দলে নিতে চাইলেও ক্রিকেট অস্ট্রেলিয়ার নৈতিক পুলিশের বিভাগের আপত্তি রয়েছে। কারণ, কোনো ক্রিকেটার অনৈতিক কর্মকাণ্ডের কারণে শাস্তি পেলে তার ব্যাপারে অনেক পর্যবেক্ষণ থাকে ক্রিকেট অস্ট্রেলিয়ার নৈতিক পুলিশের।
অস্ট্রেলিয়ার জনপ্রিয় টুর্নামেন্ট বিগ ব্যাশে খেলার অভিজ্ঞতা রয়েছে সাকিবের। এর আগে মেলবোর্ন রেনেগেডস ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন তিনি। তবে ভুলের কারণে আইসিসি থেকে সাজা ভোগ করা সাকিব বিগ ব্যাশের এবারের আসরে খেলতে পারছেন না।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]