প্রাণঘাতি করোনা পরবর্তী প্রেসিডেন্ট’স কাপের মধ্য দিয়ে দেশের মাঠে ফিরেছে ঘরোয়া ক্রিকেট। তবে গ্যারালিতে ফেরানো হয়নি ক্রিকেট প্রেমিদের। এবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের মিরপুরের গ্যালারি থাকছে ফাঁকা। করোনাভাইরাস সংক্রমন ঝুঁকির কথা বিবেচনা করে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও গ্যালারি দর্শক শূন্য রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ম্যাচ চলাকালে স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
করোনা মহামারির করণে গত মার্চে দেশের সব ক্রীড়া কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে সেপ্টেম্বরে মাঠে গড়ায় ক্রিকেট। আর ফুটবল শুরু হয়েছে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে। কোভিড-১৯ মাহামারির সময় গত শুক্রবার (১৩ নভেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ফুটবল ম্যাচ দিয়ে মাঠে ফিরেছে বাংলাদেশ ফুটবল। তবে ম্যাচটিতে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
জালাল ইউনুস বলেন, ‘আমি জানি বিষয়টা (গ্যালারিতে দর্শক) আবেগের। দীর্ঘদিন পর দেশে প্রথম ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আর দর্শকরাও তা উপভোগ করতে এসেছিল। তবে অন্যদের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে আমরা দর্শকদের মাঠে প্রবেশের অনুমতি দিচ্ছি না। স্টেডিয়াম দর্শক শূন্য রাখারই পরিকল্পনা নিয়েছি আমরা।’
একই কারণেই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন থেকেও বিরত থাকছে বিসিবি। ইউনুস বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে আমরা কোন আনুষ্ঠানিক উদ্বোধনও করছি না।’
জৈব সুরক্ষা বলয়ের মধ্যে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এর আওতায় থাকবে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৫ দলের ৮০ জন ক্রিকেটারসহ সর্বমোট ১৫০ জন ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তি।
বিসিবি কর্মকর্তা বলেন, ‘২০ নভেম্বর হোটেলে চেকইন করবে ক্রিকেটাররা। এরপর থেকেই তারা জৈব সুরক্ষা বলয়ের আওতায় চলে আসবে। এর আগে দলগুলো নিজ উদ্যোগে অনুশীলন করবে।’
সুরক্ষা বলয়ে প্রবেশের আগে খেলোয়াড়, কর্মকর্তা ও হোটেল স্টাফদের কোভিড-১৯ পরীক্ষা করানো হবে। ২৪ নভেম্বর মাঠে গড়াবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেটের ম্যাচ। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]