বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সূচি প্রকাশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৫ এএম, ১৫ নভেম্বর ২০২০
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সূচি প্রকাশ

পাঁচ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (১৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে টুর্নামেন্টের সূচি জানানো হয়েছে।

প্রকাশিত সূচি অনুযায়ী চলতি নভেম্বরের ২৪ তারিখ (মঙ্গলবার) মাঠে গড়াবে টুর্নামেন্টের প্রথম ম্যাচ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও জেমকন খুলনা।

প্রত্যেক দিন দু’টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। যার মধ্যে শুক্রবার ছাড়া দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায় এবং পরের ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। এছাড়া শুক্রবার প্রথম ম্যাচ দুপুর ২টায় এবং পরের ম্যাচ সন্ধ্যা ৭টায় শুরু হবে।

             আরও পড়ুন > বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পাঁচ দল

প্রাথমিক পর্বে প্রতি দল পরস্পরের বিপক্ষে দুইবার করে খেলবে। টুর্নামেন্টের মোট ম্যাচ ২৪টি। প্রত্যেকটি ম্যাচের পর একদিন করে বিরতি  রাখা হয়েছে। তবে শুধুমাত্র ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে রয়েছে।

প্রাথমিক পর্ব শেষে টুর্নামেন্টের এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ারের ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ ডিসেম্বর। দ্বিতীয় কোয়ালিফায়ার ১৫ ডিসেম্বর এবং ফাইনাল ১৮ ডিসেম্বর। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এর আগে ১২ নভেম্বর (বৃহস্পতিবার) রাজধানীর একটি হোটেলে টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রত্যেক দল মোট ১৬ জন করে ক্রিকেটার নিয়ে তাদের স্কোয়াড় সাজিয়েছে।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পাঁচ দল হলো- ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা, গাজী গ্রুপ চট্টগ্রাম।

টুর্নামেন্টের খেলাগুলো ম্যাচ দেশের প্রথম ক্রীড়াভিত্তিক চ্যানেল টি-স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পূর্ণাঙ্গ সূচি
sportsmail24

sportsmail24

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বঙ্গবন্ধু কাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার চোখ বিসিবির

বঙ্গবন্ধু কাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার চোখ বিসিবির

ড্রাফট শেষে যেমন হলো পাঁচ দলের স্কোয়াড

ড্রাফট শেষে যেমন হলো পাঁচ দলের স্কোয়াড

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পাঁচ ‘আইকন’ চার দলে

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পাঁচ ‘আইকন’ চার দলে

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দর্শক ফেরানোর কথা ভাবছে বিসিবি

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দর্শক ফেরানোর কথা ভাবছে বিসিবি