দীর্ঘ বিরতির পর দুর্দান্ত একটি ফুটবল ম্যাচ খেললো বাংলাদেশ। মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শুক্রবার (১৩ নভেম্বর) নেপালের বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নিয়েছে জামাল ভূঁইয়ারা।
খেলার শুরু থেকেই নেপালকে চেপে ধরে খেলে বাংলাদেশ। ফলে ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। স্বাগতিক দর্শকদের উচ্ছ্বাসে ভাসান ৯ নম্বরে জার্সি পরিহিত নাবিব নেওয়াজ জীবন। ডান দিক থেকে আক্রমণে সাদউদ্দিনের ক্রসে থেকে পওয়া চলন্ত বলে ডান পায়ে দুর্দান্ত স্পর্শে নেপালের জালে বল জড়ান আবাহনীর এ স্ট্রাইকার।
১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরে কিছু থেমে যায় বাংলাদেশ। সেই সুযোগে আক্রমণের গতি বাড়ায় সফরকারী নেপাল। বেশ কয়েকটি আক্রমণ করলেও কাঙ্ক্ষিত গোলে দেখায় পায়নি তারা।
বিপরীতে দ্বিতীয়ার্ধের ৩৫তম (ম্যাচের ৮০তম মিনিট) মিনিটে দ্বিতীয় গোল আদায় করে নেয় স্বাগতিকরা। মাঝ মাঠে সোহেল রানার পাস থেকে বল পেয়ে অনেকটা ফাঁকা পেয়ে এগিয়ে যান দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠা নামা ২০ নম্বর জার্সি পরিহিত মাহবুবুর রহমান। মাঝ মাঠ থেকে একাই বল নিয়ে নেপালের গোলরক্ষককে পরাস্ত করেন। দুর্দান্ত পাসে গোল আদায় করে নিয়ে জার্সি খুলে উল্লাসে মাতেন তিনি।
এরপর আরও বেশ কয়েকটি আক্রমণ করলেও আর কোন গোল হয়নি। ফলে নির্ধারিত সময় শেষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের জার্সিধারি বাংলাদেশ ফুটবল দল।
এ জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) একই স্টেডিয়ামে একই সময় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ।
এ জয়ে আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ ৫ বছর পর নেপালের বিপক্ষে জয় পেল বাংলাদেশ। সর্বশেষ ২০১৫ সালের ডিসেম্বরে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ঢাকাতেই নেপালের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]