ইউনিসের কাজে খুশি পিসিবি, বাড়লো মেয়াদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০০ পিএম, ১৩ নভেম্বর ২০২০
ইউনিসের কাজে খুশি পিসিবি, বাড়লো মেয়াদ

ফাইল ফটো

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে থাকবেন দেশটির সাবেক অধিনায়ক ইউনিস খান। বৃহস্পতিবার (১২ নভেম্বর) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

গত গ্রীষ্মে ইংল্যান্ড সফরে পাকিস্তানের ব্যাটিং কোচের দায়িত্ব পান ইউনিস। তার আরও দুই বছরের জন্য মেয়াদ বাড়ানোর ব্যাপারে বিবৃতিতে পিসিবি প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, ‘শুধু জাতীয় দল নয়, যখন আন্তর্জাতিক সূচি থাকবে না, তখন স্থানীয় ব্যাটসম্যানদের সাথে কাজ করবেন ইউনিস। তার অভিজ্ঞতা কাজে লাগাতে বদ্ধ পরিকর পিসিবি।’

জাতীয় দলের ব্যাটিং কোচের মেয়াদ বাড়ায় খুশি ইউনিস। বলেন, ‘পাকিস্তান ক্রিকেট দলের দীর্ঘ মেয়াদের পরিকল্পনার অংশ হতে পেরে আমি আনন্দিত। এমন দায়িত্ব পেয়ে সম্মানিত বোধ করেছি এবং সেই সময়টা উপভোগ করেছি। এখন নিউজিল্যান্ড সফরে দলের সাথে কাজ করতে মুখিয়ে আছি।’

পাকিস্তানের হয়ে ১১৮ টেস্টে ৩৪টি সেঞ্চুরি ও ৩৩টি হাফ-সেঞ্চুরিতে ১০,০৯৯ রান করেছেন ইউনিস। পাকিস্তানের একমাত্র ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১০ হাজার রান ইউনিসের। ২৬৫ ওয়ানডেতে ৭টি সেঞ্চুরি ও ৪৮টি হাফ-সেঞ্চুরিতে ৭২৪৯ ও ২৫ টি-টোয়েন্টিতে ৪৪২ রান করেছেন ৪২ বছর বয়সী ইউনিস।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

তিন ফরম্যাটেই নেতৃত্ব পেলেন বাবর

তিন ফরম্যাটেই নেতৃত্ব পেলেন বাবর

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

বিশ্বরেকর্ড গড়লেন আম্পায়ার আলিম দার

বিশ্বরেকর্ড গড়লেন আম্পায়ার আলিম দার

পাকিস্তানে যেতে ইতিবাচক ইংল্যান্ড

পাকিস্তানে যেতে ইতিবাচক ইংল্যান্ড