বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফট শেষ হয়েছে। অংশগ্রহণকারী পাঁচ দল সর্বোচ্চ ১৬ জন করে ক্রিকেটার নিয়ে তাদের স্কোয়াড সাজিয়েছে। যাদের মাঝে ‘এ’ গ্রেডে থাকা পাঁচজন চার দলে যায়গা পেয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকার একটি হোটেলে এ ড্রাফট অনুষ্ঠিত হয়। ড্রাফটের তালিকায় মোট ১৫৭ জন ক্রিকেটার ছিলেন।
এক নজরে দেখে নিন পাঁচ দলের স্কোয়াড
বেক্সিমকো ঢাকা
মুশফিকুর রহিম (এ), রুবেল হোসেন (বি), তানজিদ হাসান তামিম (ডি), নাসুম আহমেদ (সি), মোহাম্মদ নাঈম শেখ (বি), নাঈম হাসান (বি), শাহাদাত হোসেন দিপু (ডি), আকবর আলি (ডি), ইয়াসির আলী রাব্বি (সি), সাব্বির রহমান (সি), মেহেদী হাসান রানা (সি), মুক্তার আলী (ডি), শফিকুল ইসলাম (ডি), আবু হায়দার ররি (সি), পিনাক ঘোষ (ডি) এবং রবিউল ইসলাম রবি (ডি)।
জেমকন খুলনা
সাকিব আল হাসান (এ), মাহমুদউল্লাহ রিয়াদ (এ), ইমরুল কায়েস (বি), হাসান মাহমুদ (সি), আল-আমিন হোসেন (বি), এনামুল হক বিজয় (সি), শামীম হোসেন পাটোয়ারি (ডি), আরিফুল হক (ডি), মো. শফিউল ইমলাম (বি), শুভাগত হোম চৌধুরী (ডি), মো. শহিদুল ইসলাম (সি), মোহাম্মদ রিশাদ হোসাইন (সি), মো. জাকির হাসান (ডি), নাজমুল ইসলাম অপু (ডি), সালমান হোসেন (ডি) এবং জহিরুল ইসলাম (সি)।
মিনিস্টার গ্রুপ রাজশাহী
মোহাম্মদ সাইফউদ্দিন (বি), শেখ মেহেদী হাসান (বি), নাজমুল হোসেন শান্ত (বি), কাজি নুরুল হাসান সোহান (বি), ফরহাদ রেজা (সি), মোহাম্মদ আশরাফুল (ডি), আরাফাত সানি (সি), ইবাদত হোসেন (সি), ফজলে মাহমুদ রাব্বি (সি), রনি তালুকদার (সি), আনিসুল ইমন (ডি), রেজাউল রহমান (ডি) জাকের আলী অনিক (সি), রাকিবুল হাসান (সিনিয়র) (ডি), মুকিদুল ইসলাম মুগ্ধ (ডি) এবং সানজামুল ইসলাম (সি)।
গাজী গ্রুপ চট্টগ্রাম
মোস্তাফিজুর রহমান (এ), লিটন দাস (বি), মোহাম্মদ মিঠুন (বি), সৌম্য সরকার (বি), মোসাদ্দেক হোসেন সৈকত (বি), শরিফুল ইসলাম (ডি), জিয়াউর রহমান (ডি), তাইজুল ইসলাম (বি), শামসুর রহমান (সি), নাহিদুল ইসলাম (ডি), সৈকত আলী (ডি), মমিনুল হক (বি), রাকিবুল হাসান (ডি), সানজিদ শাহা (ডি), মাহমুদু হাসান জয় (ডি) এবং মেহেদী হাসান (ডি)।
ফরচুন বরিশাল
তামিম ইকবাল (এ), আফিফ হোসেন (বি), তাসকিন আহমেদ (বি), ইরফান শুক্কুর (বি), মেহেদী হাসান মিরাজ (বি), আবু জায়েদ চৌধুরি রাহি (বি), তৌহিদ হৃদয় (ডি), তানভির ইসলাম (ডি), সুমন কান (সি), মোহাম্মদ সাইফউদ্দিন (সি), আমিনুল ইসলাম বিপ্লব (সি), মাহিদুল আকন (ডি), মোহাম্মদ পারভেজ হোসাইন ইমন (ডি), কামরুল ইসলাম রাব্বি (সি), আবু সায়েম (ডি) এবং সোহরাওয়ার্দী শুভ ডি)।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]