বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পাঁচ ‘আইকন’ চার দলে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪৮ এএম, ১৩ নভেম্বর ২০২০
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পাঁচ ‘আইকন’ চার দলে

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে থাকা পাঁচ ‘আইকন’ (এ গ্রেড) ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে চার দল। মিনিস্টার গ্রুপ রাজশাহী  তাদের দলে ‘এ’ গ্রেডের কোন খেলোয়াড় নেয়নি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকার একটি হোটেলে এ প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হচ্ছে।

ড্রাফটে খেলোয়াড় নেওয়া প্রথম সুযোগ পায় বেক্সিমকো ঢাকা দল। প্রথম ডাকেই তারা দলে ভেড়ায় ‘আইকন’ খ্যাত ‘এ’ গ্রেডে থাকা মুশফিকুর রহিমকে। দ্বিতীয় দল হিসেবে সুযোগ পেয় জেমকন খুলনা সাকিব আল হাসানকে দলে নিয়েছে।

তৃতীয় দল হিসেবে সুযোগ পেয়ে তামিম ইকবালকে নিয়েছে ফরচুন বরিশাল। আর ‘এ’ গ্রেডে থাকা কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। তবে প্রথম ডাকে দল পাননি মাহমুদউল্লাহ রিয়াদ। দ্বিতীয় ডাকে তাদে দলে ভিড়িয়েছে প্রথম ডাকে সাকিবকে নেওয়া জেমকন খুলনা।

প্রথম ডাকে মিনিস্টার গ্রুপ রাজশাহী দলে নিয়েছে ‘বি’ গ্রেডে থাকা অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিনকে। অর্থাৎ, টুর্নামেন্টে তাদের দলে ‘এ’ গ্রেডের কোন খেলোয়াড় নেই।

এছাড়া দ্বিতীয় রাউন্ডে লিটন দাসকে চট্টগ্রাম, আফিফ হোসেনকে বরিশাল, রুবেল হোসেনকে ঢাকা এবং মেহেদী হাসানকে রাজশাহী দলে ভিড়িয়েছে।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে মোট ১৫৭ জনের নাম রয়েছে। তাদের মধ্যে ১৫ লাখ মূল্যের পাঁচজন ছিলেন ‘আইকন’ খ্যাত ‘এ’ গ্রেডের ক্রিকেটার। এছাড়া ‘বি’ গ্রেডে ১০ লাখ টাকা পারিশ্রমিকে ক্রিকেটার রয়েছেন ২০ জন। ‘সি’ গ্রেডে ৬ লাখ টাকা পারিশ্রমিকে রয়েছেন ২৪ জন এবং ‘ডি’ গ্রেডে ১০৮ জনকে রাখা হয়েছে।

চার লাখ টাকার ‘ডি’ গ্রেডে আশরাফুল-শাহরিয়ার নাফীসের মতো তারকাদের পাশাপাশি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটাররাও রয়েছেন। তালিকায় থাকা খেলোয়াড়দের মধ্য থেকে প্রত্যেক দল ১৬ জন করে ক্রিকেটার দলে ভেড়াতে পারবে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে ১৫৭ জন

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে ১৫৭ জন

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দর্শক ফেরানোর কথা ভাবছে বিসিবি

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দর্শক ফেরানোর কথা ভাবছে বিসিবি

নাসিরের উপর ক্ষেপেছেন নির্বাচক নান্নু

নাসিরের উপর ক্ষেপেছেন নির্বাচক নান্নু

ক্রিকেটারদের ফিটনেসে খুশি প্রধান নির্বাচক

ক্রিকেটারদের ফিটনেসে খুশি প্রধান নির্বাচক