নিউজিল্যান্ডে সফরে কোয়ারেন্টাইন নিয়ম ভেঙে বিপাকে পড়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ক্রাইস্টচার্চে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় অনুশীলনের সুযোগ পেয়েছিল তারা। তবে দলের ৫-৬ জন প্রটোকল ভঙ্গ করায় অনুশীলনের সুযোগ বন্ধ করে দিয়েছেন নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়।
নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তারা জানায়, কোয়ারেন্টাইনে থাকাকালীন বারবার প্রটোকল ভঙ্গ করায় ওয়েস্ট ইন্ডিজ দলকে এখন পুরোপুরিভাবে আইসোলেশনে থাকতে হবে। কোয়ারেন্টাইনের বাকি সময় তারা কোনো প্রকার অনুশীলন করতে পারবেন না।
বিবৃতিতে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, তদন্ত করে দেখা গেছে, ওয়েস্ট ইন্ডিজ দলের বেশক’জন সদস্য বারবার কোয়ারেন্টাইনের নিয়ম ভেঙেছেন। তাদের নিয়ম ভাঙার প্রমাণ সিসিটিভিতে পাওয়া গেছে। হোটেলের কর্মচারীরাও খেলোয়াড়দের বিষয়ে অভিযোগ করেছেন।
এদিকে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জবাবে বিবৃতি দিয়েছে ওয়েস্ট ইন্ডিজও। ক্যারিবীয়দের প্রধান নির্বাহী জনি গ্রেভ বলেছেন, ‘ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের কাছে খবর এসেছে দলের বেশ কিছু সদস্য কোয়ারেন্টাইনের নিয়ম ভেঙেছে। আমরা কড়া প্রটোকল মানার ব্যাপারে কঠোর অবস্থায় আছি। ক্রিকেটাররা এর আগে ইংল্যান্ডে ও সিপিএলে কড়া প্রটোকল মেনেছে। কিন্তু এবার অভিযোগ পেয়ে আমরা হতাশ ও মর্মাহত।’
২৭ নভেম্বর থেকে টি-টোয়েন্টি দিয়ে সিরিজের লড়াই শুরু করবে নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি সিরিজ শেষে ৩ ডিসেম্বর থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে দু’দল।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]