টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৮ এএম, ১২ নভেম্বর ২০২০
টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ফিরলেন সাকিব

নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর ওয়ানডে ক্রিকেটে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে সাম্রাজ্য ফিরে পেয়েছেন সাকিব আল হাসান। এবার ফিরলেন টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে। আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন সাকিব।

জিম্বাবুয়ে-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ সিরিজ শেষে মঙ্গলবার (১০ নভেম্বর) টি-টোয়েন্টি র‌্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। আইসিসির প্রকাশিত টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে সাকিবের রেটিং পয়েন্ট ২৬৮।

নিষেধাজ্ঞার জন্য এক বছরের বেশি সময় ক্রিকেটের বাইরে থাকলেও শীর্ষে থাকা আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী (রেটিং ২৯৪) পরের স্থানেই রয়েছেন এই টাইগার অলরাউন্ডার।

২০১৯ সালের অক্টোবরে নিষিদ্ধ হওয়ার সময় সাকিবের রেটিং পয়েন্ট ছিল ৩৫৫। নিষেধাজ্ঞার এক বছরে সাকিবের নামের পাশ থেকে ৮৭ রেটিং পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি।

তবে ওয়ানডেতে ফরম্যাটের চেয়ে টি-টোয়েন্টিতে সাকিবের বেশি রেটিং পয়েন্ট কাটা হয়েছে। ওয়ানডে ক্রিকেটে সাকিবের রেটিং পয়েন্ট ৩৯৪ থেকে মাত্র ২১ কাটা হয়েছে। মূলত টি-টোয়েন্টিতে বেশি পয়েন্ট হারানোর ফলে শীর্ষ স্থানটিও সাকিবের হাতছাড়া হয়েছে।

এর আগে গত ৩ নভেম্বর (মঙ্গলবার) আইসিসির প্রকাশিত ওয়ানডে র‌্যাংকিংয়ে অলরাউন্ডার ক্যাটাগরিতে যথারীতি শীর্ষ স্থানেই রয়েছেন সাকিব আল হাসান। টানা এক বছর না খেললেও অলরাউন্ডার র‌্যাংকিংয়ে সাকিবের ধারেকাছেও কেউ পৌঁছাতে পারেননি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ফিটনেস টেস্টে সাকিবের সর্বোচ্চ স্কোর

ফিটনেস টেস্টে সাকিবের সর্বোচ্চ স্কোর

দেশে ফিরে ভালোবাসার প্রতিদান দেওয়ার আশ্বাস দিলেন সাকিব

দেশে ফিরে ভালোবাসার প্রতিদান দেওয়ার আশ্বাস দিলেন সাকিব

সাংবাদিক ও ভক্তদের প্রশ্নের উত্তর দিলেন সাকিব

সাংবাদিক ও ভক্তদের প্রশ্নের উত্তর দিলেন সাকিব

সাকিবের বিষয়ে ধৈর্যশীল হতে হবে : রাসেল ডোমিঙ্গো

সাকিবের বিষয়ে ধৈর্যশীল হতে হবে : রাসেল ডোমিঙ্গো