বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক মমিনুল হক ও তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার মুমিনুল নিজেই সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। দেশের টেস্ট ক্রিকেটের ২০ বছর পূর্তির দিনে টেস্ট অধিনায়কের এমন সংবাদ এলো।
জানা গেছে, গতকাল সোমবার কোভিড-১৯ পরীক্ষার পর তাদরে দু’জনেরই পজিটিভ ফল এসেছে। ফল পাওয়ার পর থেকে স্ত্রীকে নিয়ে আইশোলেশনে আছেন মমিনুল। একই সাথে চিকিৎসকের পরামর্শ মতো প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলছেন।
এদিকে কোভিড-১৯ পজিটিভ হওয়ায় এখন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের পর টেস্ট অধিনায়কেরও খেলা নিয়ে সংশয় তৈরি হলো। তবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে মাঠে ফিরতে চান মমিনুল। দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।
এর আগে পিএসএলে খেলতে যাওয়ার আগে নিয়মিত পরীক্ষায় টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। যদিও তার শরীরে কোন উপসর্গ নেই। সন্দেহ হওয়ায় দ্বিতীয়বারের পরীক্ষাতেও একই ফল আসে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]