পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজ শেষেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার এল্টন চিগুম্বুরা। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে জিম্বাবুয়ে ক্রিকেট এ তথ্য নিশ্চিত করেছে।
পাকিস্তানের বিপক্ষে ইতোমধ্যে ওয়ানডে সিরিজ শেষ করেছে জিম্বাবুয়ে। শনিবার থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি লড়াই। যা শেষ হবে ১০ নভেম্বর। ওই ম্যাচ শেষেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন ৩৪ বছর বয়সী চিগুম্বুরা।
২০০৪ সালে জিম্বাবুয়ের হয়ে পথচলা শুরু হয় চিগুম্বুরার। হারারেতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে মাত্র ১৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন তিনি। গত ১৬ বছরে দেশের হয়ে তিনি ১৪টি টেস্ট, ২১৩টি ওয়ানডে এবং ৫৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এ ডান-হাতি।
টেস্টে ৫৬৯ রান ও ২১ উইকেট, ওয়ানডেতে ৪৩৪০ রান ও ১০১টি উইকেট এবং টি-টোয়েন্টিতে ৮৭৩ রান ও ১৬টি উইকেট নেন চিগুম্বুরা।
হার্ডহিটিং ব্যাটিংয়ের জন্য ফ্র্যাঞ্চাইজি লিগেও তার কদর ছিল। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) খেলেছেন চিগুম্বুরা।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]