মেজাজ হারিয়ে জরিমানার কবলে সরফরাজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০১ এএম, ০৯ নভেম্বর ২০২০
মেজাজ হারিয়ে জরিমানার কবলে সরফরাজ

ফাইল ফটো

মেজাজ হারিয়ে অশালীন ভাষা ব্যবহার করায় আচরণ বিধির ধারা ভঙের দায়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদকে জরিমানা করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) নর্দানের বিপক্ষে ম্যাচে একটি সিদ্ধান্ত মানতে না পেরে মাঠে থাকা দুই আম্পায়ার ফয়সাল আফ্রিদি ও সাকিব খানের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করেন সরফরাজ। দেশটির ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট কায়েদ-ই-আজম ট্রফিতে সিন্ধ একাদশকে নেতৃত্ব দিচ্ছেন তিনি।

ম্যাচ শেষে দুই আম্পায়ার সরফরাজের আচরণের বিরুদ্ধে অভিযোগ করেন। পরে সরফরাজের ম্যাচ ফির ৩৫ শতাংশ জরিমানা করা হয়। আচরণ ভঙের অভিযোগ মেনেও নিয়েছেন সরফরাজ।

সরফরাজ ছাড়াও অন্য ম্যাচে সেন্ট্রাল পাঞ্জাবের ব্যাটসম্যান উসমান সালাহউদ্দিনকেও ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়। এলবিডব্লিউর আবেদনে বার বার ব্যাট দেখিয়ে আম্পায়ারকে বিভ্রান্তি করার অচেষ্টার অভিযোগে তাকে এ জরিমানা করা হয়েছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

মাহমুদউল্লাহর করোনা পজিটিভ

মাহমুদউল্লাহর করোনা পজিটিভ

সাকিবের ফিটনেস নিয়ে চিন্তিত নয় বিসিবি

সাকিবের ফিটনেস নিয়ে চিন্তিত নয় বিসিবি

স্বদেশি লুক রঞ্চিকে ব্যাটিং কোচ বানালো নিউজিল্যান্ড

স্বদেশি লুক রঞ্চিকে ব্যাটিং কোচ বানালো নিউজিল্যান্ড

দুর্দান্ত বাবরে টি-টোয়েন্টিতেও পাকিস্তানের শুভ সূচনা

দুর্দান্ত বাবরে টি-টোয়েন্টিতেও পাকিস্তানের শুভ সূচনা