বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশ নেওয়া পাঁচ দলের নাম চূড়ান্ত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
এছাড়া প্লেয়ার ড্রাফটের তারিখ একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, প্লেয়ার ড্রাফটের জন্য পূর্ব নির্ধারিত ১১ নভেম্বর (বুধবার) থেকে একদিন পিছিয়ে এখন ১২ নভেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পাঁচ দল ও প্লেয়ার ড্রাফটের তারিখ চূড়ান্ত হলেও এখনো টুর্নামেন্টের সূচি চূড়ান্ত করা হয়নি। তবে খুব শিগগিরই সূচি জানিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
এর আগে দুপুরে বিসিবির ক্রিকেট অপারেশন বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, চলতি নভেম্বরের ২১ বা ২২ তারিখ থেকে মাঠে গড়াতে পারে পাঁচ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি আসর।
এদিকে ১২ নভেম্বর প্লেয়ার ড্রাফটের আগে তালিকায় করা ১৬০ জন ক্রিকেটারকে ৯ ও ১০ নভেম্বর ফিটনেস টেস্ট দিতে হবে। ফিটনেস টেস্টে পাস করা খেলোয়াড়দের নিয়ে ফাইনাল স্কোয়াড করবে বিসিবি।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পাঁচ দল
১. ফরচুন বরিশাল
২. বেক্সিমকো ঢাকা
৩. মিনিস্টার গ্রুপ রাজশাহী
৪. জেমকন খুলনা
৫. গাজী গ্রুপ চট্টগ্রাম।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]