ইল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ২৪ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ঘোষিত দলে ডানহাতি পেসার কাগিসো রাবাদা ও পেসার জুনিয়র ডালারকে ফেরানো হয়েছে। অন্যদিকে বাদ পড়েছেন ৩৭ বছর বয়সী তারকা পেসার ডেল স্টেইন।
রাবাদা-ডালার ছাড়াও প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ২৮ বছর বয়সী সিমার গ্লেনটন স্টারম্যান। ২০১৩ সাল থেকে সাউথ ওয়েস্টার্ন ডিস্ট্রিকটসের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলে আসছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৫ ম্যাচেই গ্লেনটনের দখলে রয়েছে ১৭৮টি উইকেট। আর লিস্ট ‘এ’তে ৩১ ম্যাচে ৪০ উইকেট, যার ইকোনমি রেট ৪.৫২।
এদিকে দক্ষিণ আফ্রিকার সর্বশেষ দুই সিরিজের প্রায় সকল খেলোয়াড়কেই ইংল্যান্ড সফরের স্কোয়াডে রাখা হয়েছে। বাদ পড়েছেন শুধুমাত্র তারকা পেসার ডেল স্টেইন। আগস্টে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো স্টেইন গত মার্চে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েছেন।
ANNOUNCEMENT
— Cricket South Africa (@OfficialCSA) November 6, 2020
Here they are! Our 24-man Proteas squad for the upcoming white-ball tour against England on home soil.
Full squad #SAvENG #SeeUsOnThePitch pic.twitter.com/wzoF0vszJv
২৭ নভেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে করোনার পরবর্তী দুই দেশের মধ্যকার সিরিজ।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড
কুইন্টন ডি কক (অধিনায়ক), টেম্বা বাভুমা, জুনিয়র ডালা, ফাফ ডু প্লেসিস, জর্ন ফরচুইন, বিউরান হেন্ডরিকস, রেজা হেন্ডরিকস, হেনরিখ ক্লাসেন, জর্জ লিন্ডে, কেশভ মহারাজ, জানেমান মালান, ডেভিড মালান, লুঙ্গি এনগিডি, এনরিচ নর্টজে, আন্দিল ফেলুকায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, লুথো সিপামলা, জনজন স্মাটস, গ্লেন্টন স্টারম্যান, পাইট ভন বিলজন, রসি ফন ডার ডুসেন এবং কাইল ভেরিয়েন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]