নিউজিল্যান্ড ক্রিকেটর দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেলেন দেশটির সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান লুক রঞ্চি। পিটার ফুলটনের পরিবর্তে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) এ তথ্য নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে এনজেডসি জানায়, গত জুলাইয়ে ফুলটন জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সড়ে দাঁড়ান। তার জায়গায় রঞ্চিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
গত জুলাইয়ে ঘরোয়া ক্লাব কেন্টাবুরির প্রধান কোচ হিসেবে যোগ দেন ফুলটন। এ সময় জাতীয় দলের দায়িত্ব থেকে অব্যাহতি নেন তিনি। প্রধান কোচ গ্যারি স্টিড ও বোলিং কোচ শেন জার্গেনসনদের সাথে কাজ করবেন রঞ্চি। জাতীয় দলের কোচিং প্যানেলে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে কোচিং প্যানেলে ছিলেন ৩৯ বছর বয়সী রঞ্চি।
নিউজিল্যান্ডের হয়ে ৪টি টেস্ট, ৮৫টি ওয়ানডে ও ৩৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রঞ্চি। টেস্টে ৩১৯, ওয়ানডেতে ১৩৯৭ ও টি-টোয়েন্টিতে ৩৫৯ রান করেন তিনি।
২০০৮ সালে আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন রঞ্চি। জাতীয় দলে ফিরতে পেরে আনন্দিত রঞ্চি বলেন, ‘আগামী মৌসুমের জন্য দলের সাথে যুক্ত হতে পেরে আমি আনন্দিত।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]