নারী আইপিএল খ্যাত ‘ওমেন্স টি-২০ চ্যালেঞ্জ’ টুর্নামেন্টে প্রথম ম্যাচে বাজিতাম করেছিল জাহানারা আলমের দল ভেলোসিটি। তবে দ্বিতীয় ম্যাচে সালমা খাতুনের দল ট্রেইলব্রেজার্সের কাছে পাত্তাই পেল না ভেলোসিটি। ব্যাটিং ব্যর্থতায় দিশেহারা জাহানারা হেরে গেছে ৯ উইকেটে।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে বুধবার (৩ নভেম্বর) গতবারের চ্যাম্পিয়ন সুপারনোভাসকে ৫ উইকেটে হারিয়েছে ভেলোসিটি। তবে বৃহস্পতিবার (৫ নভেম্বর) টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে বিপদে পড়ে ভেলোসিটি।
ব্যাট করতে নেমে সোফি একেলস্টোন- সালমাদের বোলিং তোপে দাঁড়াতেই পারেনি ভেলোসিটি। ১৫.১ ওভারে মাত্র ৪৭ রানে অলআউট হয়ে যায় জাহানারারা। দলের পক্ষে সর্বোচ্চ ১৩ রান করেন শেফালি ভার্মা। শেষ ব্যাটম্যান হিসেবে মাঠে নেমে ৫ বল খেলে এক রান করে আউট হয়েছেন জাহানারা।
অন্যদিকে বল হাতে বাংলাদেশের সালমা খাতুন উইকেট না পেলেও চমক দেখিয়েছেন। দুই ওভার বল করে রান দিয়েছেন মাত্র চার। তবে বল হাতে চমক দেখিয়েছেন ইংল্যান্ডের নারী ক্রিকেটার সোফি একেলস্টোন। ৩.১ ওভার বল করে মাত্র ৯ রান দিয়ে তুলে নিয়েছেন ৪টি উইকেট। হয়েছেন ম্যাচ সেরা খেলোয়াড়।
সোফি একেলস্টোন, ৯ রানে ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা
মাত্র ৪৮ রানের টার্গেটে খেলতে নেমে ৭.৫ ওভারে এক উইকেট হারিয়ে জয় তুলে নিয়েছে ট্রেইলব্লেজার্স। ডটিন ২৮ বলে অপরাজিত ২৯ এবং রিচা ঘোষের ১০ বলে ১৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় ট্রেইলব্লেজার্স। প্রথম ম্যাচে জয় পাওয়া ভেলোসিটেকে ৯ উইকেটে হারায় তারা।
ব্যাট হাতে দল ব্যর্থতার পরিচয় দেওয়া বোলিং করতে হয়নি জাহানারার। তবে একমাত্র উইকেট শিকারে জাহানারার নাম রয়েছে। ট্রেইলব্লেজার্সের অধিনায়ক মানধানা কাসপারেকের বলে আউট হলেও ক্যাচটি নিয়েছেন জাহানারা।
প্রথম ম্যাচে জাহানারা সুপারনোভাসের বিপক্ষে দটি উইকেট নিয়েছিলেন। ৭ নভেম্বর লিগের শেষ ম্যাচে সুপারনোভাসের মুখোমুখি হবেন সালমারা। ওই ম্যাচে সালমারা জয় পেলে ৯ নভেম্বর ফাইনালে মুখোমুখি হবে ভেলোসিটি ও ট্রেইলব্লেজার্স। আর সালমারা হেরে গেলে হিসেব হবে রান রেটের।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]