প্রেসিডেন্ট’স কাপের ধারাবাহিকতা ধরে রেখেছেন সুমন খান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০২ পিএম, ০৪ নভেম্বর ২০২০
প্রেসিডেন্ট’স কাপের ধারাবাহিকতা ধরে রেখেছেন সুমন খান

বাংলাদেশ হাই পারফরমেন্স (এইচপি) দলের দু’দিনের প্রস্তুতিমূলক ম্যাচেও বিসিবি প্রেসিডেন্ট’স কাপের পারফরমেন্স ধরে রেখেছেন পেসার সুমন খান। দু’দিনের প্রস্তুতিমূলক ম্যাচে ৫৪ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি।

সুমনের বোলিং নৈপুন্যে দ্বিতীয় ও শেষ দিন ৮০ ওভারে ২৬৬ রানে অলআউট হয় টিম ‘বি’। সুমনের সাথে বল হাতে আলো ছড়িয়েছেন স্পিনার হাসান মুরাদ। তিনি নিয়েছেন ৩৫ রানে ৪ উইকেট।

টিম ‘বি’র অধিনায়ক নাঈম শেখ ৮৩ রানের দায়িত্বপূর্ণ ইনিস খেলেন। এছাড়া মৃত্যুঞ্জয় ৫৮ ও তৌহিদ হৃদয় ৪২ রান করেন।

টিম ‘বি’র শুরুটা ভালোই ছিলো। দুই ওপেনার নাঈম ও পারভেজ ইমন দলকে ৭৭ রান এনে দেন। ইমন ৩৫ রানে থামলেও টিম ‘এ’র বোলারদের শাসন করছিলেন নাঈম। ১২৯ বল খেলে ১১টি চার ও ২টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান তিনি।

দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে নাঈমের বিদায়ের পর দলের হাল ধরেন মৃত্যুঞ্জয় ও হৃদয়। কিন্তু বড় ইনিংস খেলতে ব্যর্থ হওয়ায় টিম ‘বি’র ইনিংস গুটিয়ে যায়।

এর আগে প্রথম দিন টিম ‘এ’ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক আকবর আলীর ১৬১ বলে ১৩৬ রানের সুবাদে ৭ উইকেট ৪০৬ রান করেছিল।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

তামিম-মাহমুদউল্লাহর জন্য ‘বিশেষ ছাড়’ চাইবে বিসিবি

তামিম-মাহমুদউল্লাহর জন্য ‘বিশেষ ছাড়’ চাইবে বিসিবি

পিছিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

পিছিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

সাকিবকেও দিতে হবে ফিটনেস পরীক্ষা

সাকিবকেও দিতে হবে ফিটনেস পরীক্ষা

আকবরের সেঞ্চুরি, শাহাদাতের আক্ষেপ

আকবরের সেঞ্চুরি, শাহাদাতের আক্ষেপ