পিএসএলে খেলতে তামিম-মাহমুদউল্লাহকে বিসিবির অনাপত্তিপত্র

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫১ পিএম, ০৩ নভেম্বর ২০২০
পিএসএলে খেলতে তামিম-মাহমুদউল্লাহকে বিসিবির অনাপত্তিপত্র

ফাইল ফটো

করোনা পরবর্তী দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়েছে পাকিস্তান। এবার স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি থাকা প্লে-অফের ম্যাচগুলো মাঠে গড়াচ্ছে। পিএসএলের শেষ ধাপে খেলতে যাচ্ছেন বাংলাদেশের তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ।

১৪ নভেম্বর (শনিবার) থেকে শুরু হওয়া প্লে-অফের বাকি ম্যাচগুলোর মাঝে ওপেনার তামিম ইকবাল খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। দলটি থেকে অজি ওপেনার ক্রিস লিন না খেলায় তামিমকে ভেড়ানো হয়েছে। এছাড়া ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলীর জায়গায় মুলতান সুলতানের হয়ে খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

টুর্নামেন্টিতে খেলার জন্য সোমবার (২ নভেম্বর) বিসিবির তাদের অনাপত্তিপত্র দিয়েছে। তথ্যমতে, পিসিএলে খেলতে ১০ নভেম্বর (মঙ্গলবার) ঢাকা ছাড়তে পারেন তারা দু’জন। অনাপত্তিপত্র ও অনুশীলন করতে সোমবার মিরপুরে এসেছিলেন তামিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।
sportsmail24
বাংলাদেশের এ দু’জন সিনিয়র ক্রিকেটারই এর আগে পিএসএলে খেলেছেন। ২০১৭ ও ২০১৮ আসরে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে হয়ে মাহমুদউল্লাহ এবং ২০১৬, ২০১৭ ও ২০১৮ আসরে পেশাওয়ার জালমির হয়ে খেলেছেন তামিম ইকবাল।

টুর্নামেন্ট শুরু দিন ১৪ নভেম্বর (শনিবার) দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে পেশোয়ার জালমি ও লাহোর। ওই ম্যাচেই হয়তো ব্যাট হাতে দেখা যাবে টাইগার অধিনায়ক ও ওপেনার তামিম ইকবালকে।
sportsmail24
তামিম-মাহমুদউল্লাহ ছাড়াও পিএসএলের প্লে-অফ খেলবেন সাবেক প্রোটিয়া অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি। কাইরন পোলার্ডের জায়গায় তাকে নেওয়া হয়েছে। ২০১৭ সালে বিশ্ব একাদশের হয়ে পাকিস্তান সফরের পর এবারই প্রথম দেশটিতে যাচ্ছেন তিনি।

লাহোরে তামিম ছাড়াও আবিদ আলী এবং আগা সালমান খেলবেন। তারা যথাক্রমে সালমান বাট এবং সেকুগে প্রসন্নের জায়গায় দলে ঢুকেছেন। এছাড়া পেশোয়ারে ডু প্লেসি ছাড়াও ভিলজয়েন, ইয়াসির শাহ ও খুররাম শেহজাদকে দলে নেওয়া হয়েছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানের টি-টোয়েন্টি লিগে ফিক্সিংয়ের থাবা

পাকিস্তানের টি-টোয়েন্টি লিগে ফিক্সিংয়ের থাবা

বাংলাদেশের বিপক্ষে চলতি বছর খেলার সুযোগ নেই পাকিস্তানের

বাংলাদেশের বিপক্ষে চলতি বছর খেলার সুযোগ নেই পাকিস্তানের

পিএসএলের বাকি অংশের সূচি ঘোষণা

পিএসএলের বাকি অংশের সূচি ঘোষণা

যে বিষয়ের উপর নির্ভর করছে মাশরাফির ফেরা না-ফেরা

যে বিষয়ের উপর নির্ভর করছে মাশরাফির ফেরা না-ফেরা