ধাপে-ধাপে এগিয়ে জাতীয় দলে যেতে চান ইমন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৪ পিএম, ০২ নভেম্বর ২০২০
ধাপে-ধাপে এগিয়ে জাতীয় দলে যেতে চান ইমন

ছবি : ভিডিও থেকে নেওয়া

বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার লক্ষ্য স্থির করলেও হঠাৎ করেই সুযোগ পেতে চান না অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য পারভেজ হোসেন ইমন। জাতীয় দলে খেলার স্বপ্ন পূরণ করতে নিজেকে প্রমাণ করে ‘ধাপে ধাপে’ এগোতে চান তিনি। ইমন বলেন, ‘অবশ্যই জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন রয়েছে এবং আমি ধাপে-ধাপে এগোতে চাই।’

প্রেসিডেন্ট’স কাপ শেষে শুরু মিরপুরে শুরু হয়েছে জাতীয় দলের পাইপ লাইনে থাকা এইচপি দলের অনুশীলন। রোববার (১ নভেম্বর) অনুশীলন শেষে বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় ইমন এমন কথা বলেন।

তিনি বলেন, ‘আমি এখন হাই পারফরম্যান্স (এইচপি) দলে রয়েছি। এরপর আমি বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলবো। আমি যদি এ দু’টি পর্যায়ে সেরা পারফরমেন্স করতে পারি, তবে আমি জানি, জাতীয় দলে সুযোগ পাবো।’

ব্যাটিং দক্ষতা বাড়ানোর জন্য এইচপিতে টবি র‌্যাডফোর্ডের সাথে কাজ করাকে সৌভাগ্য মনে করছেন বলে মনে করেন ইমন। ক্রিকেটারদের জন্য এটি শিক্ষার সবচেয়ে বড় জায়গা বলে বিশ্বাস করেন তিনি।

ইমন বলেন, ‘আমাদের সাথে ব্যাটিং নিয়ে কিছু কাজ করছেন তিনি (টবি র‌্যাডফোর্ড)। ফ্রন্টে খেলা শেখানোর চেষ্টা করছেন তিনি। তিনি আমাদের ব্যাটিং নিয়ে তার কাজ আমার দারুণ পছন্দ হয়েছে।’

তিনি বলেন, ‘এইচপির কাজটি অবশ্যই অনেক ভালো এবং খুব আলাদাভাবে দেখাচ্ছে। নতুন কোচ আসছে। এটি অনূর্ধ্ব-১৯ থেকে বেশ আলাদা মনে হচ্ছে। তারা আমাদের ভালো কৌশল শেখাচ্ছেন, যা আমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে। আমি এখান থেকে শেখার চেষ্টা করছি। আমি ব্যাটিং নিয়ে অনেক কাজ করছি। মুর্তজা স্যারও আছেন। তার সাথে উইকেট-কিপিং ও ফিল্ডিং কাজ করছি। ফিল্ডিংয়ের কাজও ভাল চলছে।’

বিশ্বকাপ জয়ের ঘটনা এখন অতীত। তাই অতীতের ওপর নির্ভর না করে সামনের দিকে এগিয়ে যেতে চান ইমন। বলেন, ‘এটা এখন অতীত। আমাদের জন্য এটি একটি দুর্দান্ত অর্জন ছিল। এখন আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্ট খেলোয়াড় তৈরি করতে চান র‌্যাডফোর্ড

টেস্ট খেলোয়াড় তৈরি করতে চান র‌্যাডফোর্ড

সুমনের দৃষ্টি এখন আন্তর্জাতিক ক্রিকেটে

সুমনের দৃষ্টি এখন আন্তর্জাতিক ক্রিকেটে

‘এটি আমাদের জন্য দারুণ সুযোগ’

‘এটি আমাদের জন্য দারুণ সুযোগ’

প্রতিদ্বন্দ্বি তৈরি হওয়ায় খুশি রুবেল

প্রতিদ্বন্দ্বি তৈরি হওয়ায় খুশি রুবেল