অস্ট্রেলিয়া সফরে আরও একটি সুসংবাদ পেল কোহলিরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪০ এএম, ৩১ অক্টোবর ২০২০
অস্ট্রেলিয়া সফরে আরও একটি সুসংবাদ পেল কোহলিরা

ফাইল ফটো

চলমান আইপিএল শেষে নভেম্বরে টানা ৬৯ দিনের জন্য অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। সফরে তিনটি করে ওয়ানডে-টি-টোয়েন্টি এবং চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বিরাট কোহলির দল।

করোনার মাঝে এ সফরে প্রথমে অস্ট্রেলিয়া কোয়ারেন্টাইন পালনে কঠিন হলেও সে অবস্থান থেকে কিছুটা সরে এসেছে। তা হলো- কোহলিরা কোয়ারেন্টাইন পালনকালে জৈব-সুরক্ষা পরিবেশে নিজেদের মাঝে অনুশীলন করতে পারবেন।

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের (সিএ) কাছ থেকে এমন প্রস্তাব পাওয়ার পর এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছ থেকে আরও একটা সুসংবাদ পেলেন কোহলিরা। আর তা হলো- দীর্ঘ এ সফরে পরিবার অর্থাৎ স্ত্রীকে সঙ্গে নিতে যেতে পারবেন কোহলি-ধাওয়ানরা।
sportsmail24
অস্ট্রেলিয়া সফরে অন্তঃসত্ত্বা আনুষ্কাকে পাশেই পাচ্ছে কোহলি

সফরে ক্রিকেটারদের সাথে পরিবারের সদস্যদের থাকার ব্যবস্থা করতে অস্ট্রেলিয়া বোর্ডকে অনুরোধ জানিয়েছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। বিসিসিআই-এর সেই অনুরোধ মেনে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

করোনার কারণে অস্ট্রেলিয়া সফরে ক্রিকেটারদের সাথে পরিবারকে যেতে দিতে রাজি ছিল না বিসিসিআই। তবে দলের খেলোয়াড়দের অনুরোধে মত পাল্টেছে বিসিসিআই। এ বিষয়ে অলিখিতভাবে আশ্বস্ত করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ভারত-অস্ট্রেলিয়া টেস্টে মাঠে ফিরছে দর্শক

ভারত-অস্ট্রেলিয়া টেস্টে মাঠে ফিরছে দর্শক

ভারত সিরিজে অস্ট্রেলিয়া দলে ক্যামেরন গ্রীন

ভারত সিরিজে অস্ট্রেলিয়া দলে ক্যামেরন গ্রীন

ভারতের সফরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করলো অস্ট্রেলিয়া

ভারতের সফরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করলো অস্ট্রেলিয়া

ফেরার দিনে বার্তা দিলেন সাকিব

ফেরার দিনে বার্তা দিলেন সাকিব