চায়নাম্যান স্পিনার আফগানিস্তানের নূর আহমেদকে দলে ভেড়ালো বিগ ব্যাশের দল মেলবোর্ন রেনেগেডস। মাত্র ১৫ বছর বয়সী নূর আহমেদকে দলে ভেরানো বিষয়টি মেলবোর্ন এক বিবৃতিতে নিশ্চিত করেছে।
২০০৫ সালে কাবুলে জন্ম নেন নূর। আফগানদের ঘরোয়া ক্রিকেটে ১টি প্রথম শ্রেণির ম্যাচ, দু’টি লিস্ট ‘এ’ ও ১৫টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। সব মিলিয়ে ২৫টি উইকেট নিয়েছেন নূর।
গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছেন নূর। এবার আগামী মৌসুমে বিগ ব্যাশে টি-টোয়েন্টি লিগের জন্য নূরকে দলে নিল মেলবোর্ন।
A spinner on the rise who is out to make a name for himself.
— Melbourne Renegades (@RenegadesBBL) October 29, 2020
We can't wait to see left-arm spinner Noor Ahmad playing for the ‘Gades in #BBL10 – https://t.co/G9G5XDGQub#GETONRED pic.twitter.com/QA8WsqAqFS
নূরকে নিয়ে মেলবোর্ন রেনেগেডসের প্রধান কোচ মাইকেল ক্লিনজার বলেছেন, ‘গত এক বছর ধরে আমরা নূরকে নজরে রেখেছি। তাকে খুব বেশি মানুষ দেখেনি। আমার মনে হয়, এটা আমাদের বড় সুবিধা হবে।’