সংযুক্ত আরব আমিরাতে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষেই অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। ওই সফরের জন্য পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
২৭ নভেম্বর থেকে শুরু হওয়া সিরিজে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং ৪টি টেস্ট খেলবে দুই দল। ওয়ানডে দিয়ে শুরু হবে সফর। ২৭ নভেম্বর হবে প্রথম ওয়ানডে। এরপরের দুই ওয়ানডে হবে ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর। ওয়ানডে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ।
ওয়ানডে শেষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে ভারত ও অস্ট্রেলিয়া। তিনটি টি-টোয়েন্টি হবে যথাক্রমে ৪, ৬ ও ৮ ডিসেম্বর।
ওডিআই এবং টি-টোয়েন্টি সিরিজের পর চার ম্যাচের টেস্ট খেলবে ভারত ও অস্ট্রেলিয়া।
১৭ ডিসেম্বর অ্যাডিলেডে প্রথম টেস্ট শুরু হবে। এ টেস্ট হবে দিবা-রাত্রির। এই প্রথম দেশের বাইরে দিবা-রাত্রির টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। এর আগে দিবা-রাত্রির প্রস্তুতিমূলক ম্যাচ খেলার সুযোগও পাবে ভারত।
২৬ ডিসেম্বর মেলবোর্নে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। যা বক্সিং ডে টেস্ট হিসেবে লিপিবদ্ধ হবে। আগামী বছরের ৭ জানুয়ারি সিডনিতে হবে সিরিজের তৃতীয় টেস্ট। সিরিজের ও সফরের চতুর্থ-শেষ ব্রিসবেনে শুরু হবে ১৫ জানুয়ারি। এ ম্যাচ দিয়ে সফর শেষ করবে ভারত।
সিরিজের আগে ১২ নভেম্বর অস্ট্রেলিয়ায় পৌঁছাবে ভারতীয় ক্রিকেট দল। অস্ট্রেলিয়ায় পৌঁছে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবে বিরাট কোহলির দল। তবে কোয়ারেরন্টাইন অবস্থায় অনুশীলন করতে পারবে ভারত।
ওয়ানডে সিরিজের সূচি
২৭ নভেম্বর : প্রথম ওয়ানডে, সিডনি (দিবা-রাত্রি)
২৯ নভেম্বর : দ্বিতীয় ওয়ানডে, সিডনি (দিবা-রাত্রি)
২ ডিসেম্বর : তৃতীয় ওয়ানডে, ক্যানবেরা (দিবা-রাত্রি)।
টি-টোয়েন্টি সিরিজের সূচি
৪ ডিসেম্বর : প্রথম টি-টোয়েন্টি, ক্যানবেরা (রাত্রি)
৬ ডিসেম্বর : দ্বিতীয় টি-টোয়েন্টি, সিডনি (রাত্রি)
৮ ডিসেম্বর : তৃতীয় টি-টোয়েন্টি, সিডনি (রাত্রি)।
টেস্ট সিরিজের সূচি
১৭-২১ ডিসেম্বর : প্রথম টেস্ট, অ্যাডিলেড (দিবা-রাত্রি)
২৬-৩০ ডিসেম্বর : দ্বিতীয় টেস্ট, মেলবোর্ন
৭-১১ জানুয়ারি : তৃতীয় টেস্ট, সিডনি
১৫-১৯ জানুয়ারি : চতুর্থ টেস্ট, ব্রিসবেন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]