নভেম্বরের মাঝামাঝি সময়ে পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে ফরম্যাটে তিন দলের প্রেসিডেন্ট’স কাপের পর বিসিবি আয়োজিত এ টুর্নামেন্টের রাম দেওয়া হয়েছে ‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ’। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে।
নির্ধারিত এ টুর্নামেন্টে পাঁচ দলের জন্য নামী-দামী ব্যবসায়িক প্রতিষ্ঠান-সংস্থা-দল-এজেন্সি-কনসোর্টিয়াম এবং ব্যক্তিদের কাছ থেকে এক্সপ্রেশন অব ইন্টারেস্টের (ইওআই) আমন্ত্রণ জানিয়েছে বিসিবি।
ইওআই সম্পর্কিত বিস্তারিত নথি (জেনারেল গাইডলাইন) বিসিবি ম্যানেজমেন্ট অফিসে ও বিসিবির অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। স্পন্সরের জন্য বিসিবি ইতোমধ্যেই বিজ্ঞান দিয়েছে।
বিসিবির দেওয়া বিজ্ঞাপনে জানানো হয়, ১ নভেম্বরের মধ্যে ব্যবসায়িক সময় শেষ হওয়ার আগে হাতে বা কুরিয়ারের মাধ্যমে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির ব্যবস্থাপনা অফিসে ইওআই জমা দিতে হবে। কোন কিছু নির্ধারণ ছাড়াই যে কোন প্রস্তাব গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার রাখে বিসিবি।
ইওআই প্রক্রিয়া বাতিল এবং ইওআই জমা দেয়ার আগে যে কোনও সময় সংযোজন জারি করে নথির শর্তাদি সংশোধন ও যুক্ত বা পরিবর্তন করার অধিকার রাখে বিসিবি।
ক্রিকেটকে মাঠে ফিরিয়ে আনতে টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিসিবির উদ্যোগের আরও একটি অংশ। এর আগে বিসিবি তিন দলের একটি ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করেছে। যেটির নাম ছিলো, বিসিবি প্রেসিডেন্ট কাপ।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পান জানান, বিসিবি প্রেসিডেন্টস কাপ সফলভাবে শেষ করার পর ক্রিকেটকে আরও বড় আকারে ফিরিয়ে আনার চ্যালেঞ্জ নিতে আমরা প্রস্তুত। এখন আমরা টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে চাই। পাঁচ দলকে নিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্টি আমাদের সামনে এখন চ্যালেঞ্জিং।
তিনি বলেন, এটা কঠিন হবে কিন্তু আমরা চ্যালেঞ্জ গ্রহণ করছি এবং আশা করছি, ১৫ নভেম্বর থেকে টুর্নামেন্টটি শুরু হবে। আমরা পরে বিস্তারিত জানাবো।
বিসিবি আগেই বলেছে, কভোডি-১৯এর কারণে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএল এ বছর হচ্ছে না। ফলে দেশজুড়ে টি-টোয়েন্টি প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক ক্রিকেটকে বৃহৎ আকারে ফিরিয়ে আনার আগে ‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ’ পরিকল্পনার দ্বিতীয় অংশ।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]