ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরের ৪৫তম ম্যাচে রোববার (২৫ অক্টোবর) রাতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২১ বলে অপরাজিত ৬০ রান করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডিয়া। যেখানে ১৯তম ওভার শেষে পান্ডিয়ার রান ছিল ১৬ বলে ৩৪। শেষ ওভারে ৩টি ছক্কা ও ২টি চারে ২৬ রান নেন তিনি।
ইনিংসটি খেলার পথে হাফ-সেঞ্চুরি করে ভিন্ন ভঙ্গিতে তা উদযাপন করলেন পান্ডিয়া। ছক্কা মেরে হাফ-সেঞ্চুরি করে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে হাঁটু গেড়ে ও এক হাত উঁচিয়ে ক্রিজেই বসেন পান্ডিয়া। এ সময় দলের ভারপ্রাপ্ত অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ডও ডাগ আউট থেকে পান্ডিয়ার উদ্দেশে হাত উঁচিয়ে সংহতি জানান।
খেলা শেষে নিজের এমন সংহতির ছবি টুইটার ও ইনস্টাগ্রামে আপলোড করে ক্যাপশনে পান্ডিয়া লিখেন, ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’।
চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুতে বিশ্বজুড়ে প্রতিবাদ শুরু হয়। সেখানে সংহতি জানান বিভিন্ন দেশের ক্রিকেটাররাও।
করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর জুলাইয়ে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ শুরুর আগে দুই দলের ক্রিকেটার, ম্যাচ অফিসিয়ালরা হাঁটু গেড়ে বসে হাত উঁচিয়ে সংহতি এ আন্দোলনে জানিয়েছেন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]