দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সকল কর্মকর্তার পদত্যাগ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৪ এএম, ২৭ অক্টোবর ২০২০
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সকল কর্মকর্তার পদত্যাগ

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডে (সিএসএ) অস্থিরতা আরও বেড়েই চলছে। এবার দেশটির ক্রিকেট বোর্ডের সকল সদস্য একসঙ্গে পদত্যাগ করেছেন। সোমবার (২৬ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বিবৃতিতে সিএসএ পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে।

অনুমোদিত ১৪টি প্রাদেশিক বোর্ড প্রেসিডেন্ট নিয়ে গঠিত দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা মেম্বারস’ কাউন্সিলের অনুরোধে সকলে নিজেদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন।

প্রথম পর্যায়ে রোববার (২৫ অক্টোবর) সিএসএ’র ছয় পরিচালক পদত্যাগ করেছিলেন। একদিন পর সোমবার সকালে আরও ১০ সদস্য পদত্যাগ করেন।

পদত্যাগের বিষয়ে সিএসএ জানিয়েছে, ‘সিএসএ বোর্ড এ সপ্তাহে বৈঠকে বসেছিল এবং বোর্ডের মঙ্গলের জন্য নানা কৌশল নিয়ে আলোচনা করেছে। একটি প্রস্তাব ছিল, সিএসএ ও ক্রিকেটের স্বার্থে যদি বোর্ডকে পদত্যাগ করতে হয় তাহলে বোর্ড তা করবে। রোববার ও আজ (সোমবার) সকালে সেটিই করেছে তারা। স্বতন্ত্র ও অ-স্বতন্ত্র সব পরিচালকই দায়িত্ব ছেড়ে দিয়েছেন।’

গত বছর থেকে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডে চলে আসছে অস্থিরতা। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে পুরো বোর্ডকে পদত্যাগ করতে বলেছিল বোর্ডের সর্বোচ্চ সিদ্ধান্তগ্রহণকারী সংস্থা ক্রিকেট দক্ষিণ আফ্রিকা মেম্বার্স কাউন্সিল।

বোর্ড সদস্যদের এ গণ পদত্যাগ ভালো চেয়ে ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদি বোর্ড থেকে বলা হচ্ছে, ২ নভেম্বর দেশটিতে শুরু হবে ঘরোয়া মৌসুম। এছাড়া দক্ষিণ আফ্রিকায় ইংল্যান্ডের সফরও নির্ধারিত সূচিতে হবে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ডের সফরে নিজ মাঠে ক্রিকেট ফেরাচ্ছে দক্ষিণ আফ্রিকা

ইংল্যান্ডের সফরে নিজ মাঠে ক্রিকেট ফেরাচ্ছে দক্ষিণ আফ্রিকা

এবার ঘরোয়া ক্রিকেটে ফিরছে দক্ষিণ আফ্রিকা

এবার ঘরোয়া ক্রিকেটে ফিরছে দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সঙ্কট আরও ঘনিভূত

দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সঙ্কট আরও ঘনিভূত

অনিশ্চিত দক্ষিণ আফ্রিকার পাকিস্তান সফর, আশাবাদী পিসিবি

অনিশ্চিত দক্ষিণ আফ্রিকার পাকিস্তান সফর, আশাবাদী পিসিবি