করোনা পরবর্তী প্রেসিডেন্ট’স কাপ দিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে ফরম্যাটে তিন দলের এ টুর্নামেন্ট শেষে ঘরোয়া টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ। প্রযোগিতামূলক এ ক্রিকেট দিয়ে মাঠে ফিরছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। শুধু ফিরছেন তা নয়, পাঁচ দলের টুর্নামেন্টের কোন এক দলের নেতৃত্বও দিতে পারেন তিনি।
ভারতীয় জুয়াড়ির পক্ষ থেকে ম্যাচ ফিক্সিংয়ে প্রস্তাবের তথ্য গোপন করা ২০১৯ সালের ২৯ অক্টোবর থেকে ক্রিকেটে নিষিদ্ধ হন সাকিব। যা ২০২০ সালের ২৮ অক্টোবর নিষেধাজ্ঞা শেষ হবে। ফলে ২৯ অক্টোবর থেকে ক্রিকেট খেলতে পারবেন তিনি।
বিসিবির ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হবে মধ্য নভেম্বরে। অর্থাৎ, সেই টুর্নামেন্টে খেলতে সাকিবের কোন বাধা থাকবে না। বিষয়টি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও নিশ্চিত করেছেন।
প্রেসিডেন্ট’স কাপ শেষে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেন, ‘২৯ অক্টোবর থেকে ক্রিকেট খেলতে পারবেন সাকিব। তাই ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন সাকিব। সাকিব অবশ্যই খেলবে। তার সাথে আমরা কথা বলেছি।’
টি-টোয়েন্টি টুর্নামেন্টে সাকিব যে কোন এক দলের নেতৃত্ব দিতে পারেন তার ঈঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি। বলেন, ‘১০ নভেম্বরের মধ্যে ও (সাকিব) দেশে ফিরবে। তার আগেও ফিরতে পারে। মিরপুরে অনুশীলন করবে। টুর্নামেন্টে তার দলও তো থাকবে।’
নিষিদ্ধ হওয়ার আগে বাংলাদেশ ক্রিকেটের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। তবে সাকিব নিষিদ্ধ হওয়ার পর টেস্টে মমিনুল হক এবং টি-টোয়েন্টি ক্রিকেটের নেতৃত্ব পান মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া মাশরাফির নেতৃত্ব ছাড়ার পর ওয়ানডে ক্রিকেটে দলনেতা হয়েছেন তামিম ইকবাল।
এদিকে নিষেধাজ্ঞা থেকে মুক্ত হলেও সহসায় জাতীয় দলের নেতৃত্ব পাবেন না সাকিব আল হাসান। কারণ, যারা নেতৃত্বে রয়েছেন তাদেরকে দীর্ঘ মেয়াদে অধিনায়কত্ব করার সুযোগ দিতে চায় বিসিবি। এর আগে বেশ কয়েকবার বিসিবি সভাপতি বিষয়টি পরিষ্কার করেছেন। ফলে মুক্ত হওয়ার পর জাতীয় দলে ফিরলেও নেতৃত্ব পেতে সময় লাগবে সাকিবের।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]