বিসিবি প্রেসিডেন্ট’স কাপের চ্যাম্পিয়ন দলের সদস্য হতে না পারলেও সেরা খেলোয়াড় হয়েছেন নাজমুল একাদশের মুশফিকুর রহিম। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ১ রান করলেও দারুণভাবে ফর্মে ফিরেছেন তিনি। তবে ফাইনাল ম্যাচে আবারও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন।
প্রথম ম্যাচের পর তিন ম্যাচে বড় ইনিংস খেলেন মুশফিক। ১টি সেঞ্চুরি ও দু’টি হাফ-সেঞ্চুরি করেন। তবে ফাইনালে ১২ রানের বেশি করতে পারেননি মুশফিক। ফলে টুর্নামেন্টে তার মোট রান ২১৯। এতেই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ডান-হাতি এ টাইগার ব্যাটসম্যান।
টুর্নামেন্টে মোট ২১৫ রান করেছেন নাজমুল একাদশের ইরফান শুক্কুর। ফাইনালে ৭৫ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। ফলে দল হারলেও ফাইনাল ও টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যানের খেতাব পেয়েছেন শুক্কুর।
বল হাতে টুর্নামেন্টে ১২ উইকেট নিয়েছেন চ্যাম্পিয়ন মাহমুদুল্লাহ একাদশের রুবেল হোসেন। ফলে টুর্নামেন্টের সেরা বোলার খেতাবও পেয়েছেন তিনি। তবে ফাইনালের সেরা বোলার হয়েছেন তারেই দলের সুমন খান। ৩৮ রানে ৫ উইকেট নিয়ে নাজমুল একাদশকে একাই বিধ্বস্ত করেছেন। একই কারণে ফাইনালেও সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন সুমন।
টুর্নামেন্টে প্রত্যার্বতন খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন তাসকিন আহমেদ। এছাড়া টুর্নামেন্টে উদীয়মান খেলোয়াড় হয়েছেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। আর সেরা ফিল্ডার হয়েছেন নুরুল হাসান।
প্রেসিডেন্ট’স কাপে পাঁচ ক্রিকেটারকে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে। তারা হলেন- সাইফুদ্দিন, মেহেদী হাসান, সুমন খান, আফিফ হোসেন ও তৌহিদ হৃদয়।
এক নজরে পুরস্কৃত খেলোয়াড়রা
ফাইনাল ম্যাচ
সেরা ব্যাটসম্যান : ইরফান শুক্কুর
সেরা বোলার : সুমন খান
সেরা ফিল্ডার : নুরুল হাসান
ম্যাচ সেরা : সুমন খান।
টুর্নামেন্ট সেরা
সেরা খেলোয়াড় : মুশফিকুর রহিম
সেরা ব্যাটসম্যান : ইরফান শুক্কুর
সেরা বোলার : রুবেল হোসেন
সেরা ফিল্ডার : নুরুল হাসান সোহান।
প্রত্যার্বতন খেলোয়াড় : তাসকিন আহমেদ
উদীয়মান খেলোয়াড় : রিশাদ হোসেন।
প্রেসিডেন্ট’স স্পেশাল অ্যাওয়ার্ড
সাইফুদ্দিন, মেহেদী হাসান, সুমন খান, আফিফ হোসেন ও তৌহিদ হৃদয়।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]