ইংল্যান্ডের সফরে নিজ মাঠে ক্রিকেট ফেরাচ্ছে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩২ এএম, ২৪ অক্টোবর ২০২০
ইংল্যান্ডের সফরে নিজ মাঠে ক্রিকেট ফেরাচ্ছে দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার মাটিতে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। দেশটিতে ইংল্যান্ড ক্রিকেট দলকে সফরের জন্য অনুমতি দিয়েছে দক্ষিণ আফ্রিকা সরকার। সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা।

সরকারের অনুমতির বিষয়টি দক্ষিণ আফ্রিকা (সিএসএ) ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আলাদা আলাদা বিবৃতিতে নিশ্চিত করেছে।

বিবৃতিতে সিএসএ জানায়, ‘দেশে ক্রিকেট ফেরাতে বেশ কিছুদিন আগেই সরকারের কাছ থেকে আমরা অনুমতি পেয়েছি। তাই ঘরোয়া প্রতিযোগিতা শুরু হচ্ছে। এবার আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের অনুমতিও পেলাম। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে যাচ্ছে।’

আলাদা বিবৃতিতে ইসিবি জানায়, ‘দক্ষিণ আফ্রিকার মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে। সরকারের কাছ থেকে তারা ছাড়পত্র পেয়েছে। আগামী মাসে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছি আমরা।’

নভেম্বরের শেষের দিকে শুরু হবে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ। ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ২৯ নভেম্বর ও ১ ডিসেম্বর হবে সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচ।

টি-টোয়েন্টি সিরিজ শেষে ৪ ডিসেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। বাকি দুই ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৬ ও ৯ ডিসেম্বর। তিন ম্যাচে ওয়ানডে সিরিজটি আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ।

টি-টোয়েন্টি সিরিজ সূচি
২৭ নভেম্বর : কেপ টাউন
২৯ নভেম্বর : পার্ল
১ ডিসেম্বর : কেপ টাউন।

ওয়ানডে সিরিজ সূচি
৪ ডিসেম্বর : কেপ টাউন
৬ ডিসেম্বর : পার্ল
৯ ডিসেম্বর : কেপ টাউন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সঙ্কট আরও ঘনিভূত

দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সঙ্কট আরও ঘনিভূত

অনিশ্চিত দক্ষিণ আফ্রিকার পাকিস্তান সফর, আশাবাদী পিসিবি

অনিশ্চিত দক্ষিণ আফ্রিকার পাকিস্তান সফর, আশাবাদী পিসিবি

ইংল্যান্ডের বিপক্ষে গোলাপি বলের টেস্ট খেলবে ভারত

ইংল্যান্ডের বিপক্ষে গোলাপি বলের টেস্ট খেলবে ভারত

পাকিস্তানে যেতে ইতিবাচক ইংল্যান্ড

পাকিস্তানে যেতে ইতিবাচক ইংল্যান্ড