জিম্বাবুয়ের দুই ক্রিকেটার উইকেটরক্ষক-ব্যাটসম্যান রেজিস চাকাভা ও টপ অর্ডার ব্যাটসম্যান টিমাইসেন মারুমা করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন। তাদের সাথে দলের দু’জন সাপোর্ট স্টাফের শরীরেও করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
পাকিস্তান সফরে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য জিম্বাবুয়ের ২৫ সদস্যের প্রাথমিক দলে ছিলেন চাকাভা ও মারুমা। তবে পাকিস্তান সফরে যাওয়া ২০ জনের দলে ছিলেন না তারা।
জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তারা জানায়, করোনা পজিটিভ হওয়ায় এখন দুই ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা নিয়মনুযায়ী আইসোলেশনে রয়েছেন। হারারেতে জিম্বাবুয়ে ক্রিকেট একাডেমিতে জৈব সুরক্ষা বলয়ে ছিলেন করোনা আক্রান্ত দু’জন ক্রিকেটার। তাদের সংস্পর্শে আসা অন্যদেরও করোনা পরীক্ষা করানো হয়। সেই পরীক্ষাতে দুই সাপোর্ট স্টাফও পজিটিভ ধরা পড়েন।
এদিকে, পাকিস্তানের পৌঁছানো জিম্বাবুয়ে ক্রিকেটাররা জৈব-সুরক্ষা বলয়ে রয়েছে। সেখানে তাদের করোনা পরীক্ষা করা হয়েছে। জিম্বাবুয়ে সকল ক্রিকেটারের করোনা নেগেটিভ এসেছে।
সকলের করোনা নেগেটিভ রিপোর্ট আসায় জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে জিম্বাবুয়ে অনুশীলন করতে পারবে বলে নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক বিবৃতিতে পিসিবি জানায়, জিম্বাবুয়ে ক্রিকেটারদের করোনা নেগেটিভ এসেছে। ফলে জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে তারা অনুশীলন করতে পারবেন।
৩০ অক্টোবর (শুক্রবার) ওয়ানডে সিরিজ দিয়ে পাকিস্তান-জিম্বাবুয়ে সিরিজ শুরু হবে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে ৭ নভেম্বর (শনিবার) থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]