তামিম ভালো নেতা হবে, প্রত্যাশা ডোমিঙ্গোর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৪ এএম, ২৩ অক্টোবর ২০২০
তামিম ভালো নেতা হবে, প্রত্যাশা ডোমিঙ্গোর

বিসিবি প্রেসিডেন্ট’স কাপে অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণে ব্যর্থ হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তবে তামিমের ওপর আস্থা হারাচ্ছেন না বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। তিন ম্যাচ দিয়ে তামিমের অধিনায়কত্বকে বিচার করতে রাজি নন তিনি। যেখানে আবার মূল জাতীয় দল নয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যুক্ত হয়েছিলেন টাইগারদের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। সেখানে তিনি বলেন, দলের বেশিরভাগ খেলোয়াড় সর্ম্পকে তামিমের ধারণা ছিল না। এছাড়া দায়িত্ব পালনের জন্য তামিমকে আরও সময় দিতে হবে।

প্রেসিডেন্ট’স কাপের জন্য জাতীয় দলের সাথে এইচপি ও অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের নিয়ে টুর্নামেন্টের তিন দল সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্টে নিজেদের চার ম্যাচে তিনটিতেই হেরে গেছে তামিমের দল।

ডোমিঙ্গো বলেন, ‘অধিনায়কত্ব নিয়ে তামিমের সাথে আমার ভালো কিছু আলোচনা হয়েছে। তামিম অধিনায়কত্বের স্টাইলে সামনের দিকে এগিয়ে যেতে চান।’

তিনি আরও বলেন, ‘আমাদের এখনো কয়েকটি বিষয় নিয়ে কাজ করা দরকার। অবশ্যই তিনটি ম্যাচ দিয়ে বিচার করা কঠিন। সে কিছু বোলার ব্যবহার করেছে, যারা তার কাছে অজানা। কিছু ব্যাটসম্যানদের সাথে খেলেছেন, তাদের সাথে আগে খেলেনি।’

তবে তামিমকে বুঝতে পারায় খুশি ডোমিঙ্গো। ম্যাচেও খেলোয়াড়রা তাকে সস্মান করতে দেখেছেন। এসব কারণেই ভবিষ্যতে তামিম ভালো অধিনায়ক হবেন বলে বিশ্বাস ডোমিঙ্গোর। বলেন, ‘সে (তামিম) অভিজ্ঞ খেলোয়াড়। খেলা সর্ম্পকে তার ভালো ধারণা রয়েছে। খেলোয়াড়রা তাকে সম্মান করবে। আগামী কয়েক মাসে দলের জন্য ভালো নেতা হবে, আমি প্রত্যাশা করছি।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিবের বিষয়ে ধৈর্যশীল হতে হবে : রাসেল ডোমিঙ্গো

সাকিবের বিষয়ে ধৈর্যশীল হতে হবে : রাসেল ডোমিঙ্গো

মুশফিকের ইনজুরি গুরুতর নয়

মুশফিকের ইনজুরি গুরুতর নয়

আমরা ফাইনালে খেলার যোগ্যতা রাখি না : তামিম

আমরা ফাইনালে খেলার যোগ্যতা রাখি না : তামিম

ফেরার অনুশীলনে ইনজুরিতে মাশরাফি

ফেরার অনুশীলনে ইনজুরিতে মাশরাফি